নলকূপের গর্তে ফুটছে জল, তাই দেখেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা

  • মাটির নীচে ফুটছে জল
  • তাই দেখেই ছড়িয়েছে আতঙ্ক
  • ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত
  • এক নজরে দেখেনিন সেই ভিডিও
/ Updated: Sep 14 2020, 08:53 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নলকূপের গর্তে ফুটছে জল। এমনটাই দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। কল্যাণপুরের নারায়ণ চন্দ্র মন্ডলের বাড়িতে একটি নলকূপ খননের কাজ শুরু করতেই তীব্র গতিতে মাটির নিচ থেকে জল বের হতে থাকায় নলকূপ অন্য জায়গায় বসানো হয়। তবে পুরনো নলকূপের গর্ত থেকে জল টগবগ করে ফোটার আওয়াজ পায় বাড়ির সদস্যরা। এছাড়াও গর্তের কাছে পাট কাঠি নিয়ে গেলেই জলে উঠছে আগুন। খবর দেওয়া হয়েছে স্থানীয় গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতে। ইতিমধ্যেই বিডিও, এসডিও ও পুলিশ প্রশাসনকে ঘটনার কথা জানানো হয়েছে। এছাড়াও ঘটনাস্থল ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা। কি কারণে এমনটা ঘটছে তা জানারল জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।