ভোটের আগে সোনামুখী-তে বোমাবাজি ঘিরে ছড়াল আতঙ্ক

ভোটের আগেই বোমাবাজি সোনামুখীতে। বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।  ঘটনা বাঁকুড়া সোনামুখী পুরসভার ৭ নং ওয়ার্ডের ধর্মতলা এলাকায়। ৭ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী মানস চক্রবর্তীর অভিযোগ, শনিবার রাত্রি ২ টা নাগাদ তাঁর বাড়ির দরজায় সামনে কেউ বা কারা বোমাবাজি করে।

/ Updated: Feb 26 2022, 05:30 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাত পোহালেই ভোট জেলায় জেলায়। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভোটের আগেই একাধিক জায়গা থেকে অশান্তির ছবি উঠে আসছে। এবার তেমনই ছবি উঠে এল সোনামুখীতে (Sonamukhi)। ভোটের (Election) আগেই বোমাবাজি (Bombing) সোনামুখীতে। বিজেপি প্রার্থীর (BJP candidate) বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।  ঘটনা বাঁকুড়া (Bankura) সোনামুখী পুরসভার ৭ নং ওয়ার্ডের ধর্মতলা এলাকায়। ৭ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী মানস চক্রবর্তীর অভিযোগ, শনিবার রাত্রি ২ টা নাগাদ তাঁর বাড়ির দরজায় সামনে কেউ বা কারা বোমাবাজি করে। বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায় পরিবারের সদস্যের। বাইরে বেরিয়ে এসে দেখেন ধোঁয়াতে ভরে গেছে গোটা এলাকা। পড়ে রয়েছে বোমার জলন্ত সুতলি।  বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।  এই ঘটনায় শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি প্রার্থী।  বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা দাবি করেছে তৃণমূল।