কোন্নগরের বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কোন্নগর-এর বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্যকে মারধরের অভিযোগ। কোননগর-এর ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি। বাড়ি ফেরার পথে হামলা করা হয় তাঁর উপর। রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

/ Updated: Feb 27 2022, 09:18 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কোন্নগর-এর বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্যকে মারধরের অভিযোগ। কোন্নগর-এর ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি। বাড়ি ফেরার পথে হামলা করা হয় তাঁর উপর। রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অমিত মালব্য একটি টুইট করে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। উত্তরপ্রদেশেও ভোট চলছে এবং বাংলায়ও ভোট চলছে। বাংলায় ভোট ঘিরে অশান্তির পরিবেশ, বলেছেন অমিত মালব্য। অন্যদিকে সুকান্ত মজুমদারও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনিও একটি টুইট করে ঘটনার নিন্দা করেছেন। প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই একাধিক জায়গায় অশান্তির ছবি ধরা পড়ে। ভোট ঘিরে জেলায় জেলায় অশান্তির ছবি উঠে আসে। বেলা বাড়তেই আরও নানান জায়গায় এমন ছবি ধরা পড়ে। কোন্নগরেও দেখা যায় সেই একই ছবি। সেখানে অশান্তির ছবি ধরা পড়ে। সেখানে এক বিজেপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনার ছবি টুইট করেন অমিত মালব্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার।