ভোটের আগে বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

২৭ ফেব্রুয়ারি রয়েছে পুরসভা নির্বাচন। সব জায়গায় জোর কদমে চলছে ভোটের প্রচার। জেলায় জেলায় পুরভোটের প্রস্তুতি তুঙ্গে। ভোটের আগে ফের ভাটপাড়ায় অশান্তি। বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ। পুলিশের তৎপরতায় অবশেষে উদ্ধার বিজেপি প্রার্থী।

/ Updated: Feb 22 2022, 07:50 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ফের বিজেপি প্রার্থী কে অপহরন করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশি তৎপরতায় অবশেষে উদ্ধার হলো বিজেপি প্রার্থী।ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রঞ্জিত মল্লিক কে ফের অপহরণের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। জগদ্দলের স্থিরপাড়া বালক সংঘ ক্লাবের কাছে একটি পরিত্যক্ত ঘর থেকে ভাটপাড়া থানার পুলিশ উদ্ধার করলো অপহৃত বিজেপি প্রার্থী রঞ্জিত মল্লিক কে। গোটা ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়া পৌর এলাকায়। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই  উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া পৌর এলাকা। এদিন থানা থেকে বেরিয়ে বিজেপি প্রার্থী বলেন তাকে মারধর করা হয়েছে। তাকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে বলা হচ্ছে আর তিনি তাতে রাজি নন তাই তাকে বারবার অপহরন করে অত্যাচার করা হচ্ছে। এই অপহরনের ঘটনায় আতঙ্কিত বিজেপি প্রার্থী ও তার গোটা পরিবার। তাদের দাবি উপযুক্ত নিরাপত্তা দিতে হবে।