গঙ্গারামপুরে বুথ জ্যাম এবং ছাপ্পা ভোটের অভিযোগ
বুথ জ্যাম এবং ছাপ্পা ভোটের অভিযোগ। গঙ্গারামপুর পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের ঘটনা। ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থীকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ।
রবিবার সকাল থেকেই ভোটকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তির ছবি ধরা পড়ে। একই ছবি ধরা পড়ে গঙ্গারামপুরে। গঙ্গারামপুর পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের বুথ জ্যাম ও ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠে। পাশাপাশি বিজেপি প্রার্থীকেও বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। যদিও পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় এলাকা সঠিকভাবে নির্বাচন শুরু হয়। বিজেপি প্রার্থীর অভিযোগ গোটা ৩ নম্বর ওয়ার্ডে বহিরাগতরা ঢুকে গেছে। বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালানো হচ্ছে। ভোট দিতে পারছেন না সাধারণ নাগরিক। পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী অমলেন্দু সরকার। প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে ভোট। ভোট ঘিরেই একাধিক জায়গায় উত্তেজনার ছবি ধরা পড়ে।