মাতৃভাষা দিবসকে সামনে রেখে বিষ্ণুপুরে তৃণমূলের অভিনব প্রচার
দরজায় কড়া নাড়ছে পুরভোট। জোর কদমে চলছে এখন ভোটের প্রচার। মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভোটের প্রচার। ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসকে সামনে রেখেই তৃণমূলের প্রচার। বিষ্ণুপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দেখা গেল এমনই প্রচার।
দরজায় কড়া নাড়ছে পুরভোট। জোর কদমে চলছে এখন ভোটের প্রচার। মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভোটের প্রচার। ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসকে সামনে রেখেই তৃণমূলের প্রচার। বিষ্ণুপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দেখা গেল এমনই প্রচার। সোমবার অমর একুশে ফেব্রুয়ারি। ভাইয়ের রক্তে রাঙানো একুশের আনুষ্ঠানিকতার সময় কোথায়, দরজায় কড়া নাড়ছে পুরভোট। দিনরাত এক করে চলছে ভোট প্রচার। আর তাই ভোট প্রচারের মাঝেই চলল অমর একুশের শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন। সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে সাত সকালেই নিজের ভোট প্রচারে বেরিয়েছিলেন ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ। সেই প্রচারে দলীয় প্রতিক, পোস্টার, ব্যানার, ফেস্টুনের পাশাপাশি ঠাঁই করে নিল অ, আ, ক, খ। কেন এমন অভিনব ভোট প্রচার? তৃণমূল প্রার্থীর দাবি ভোট প্রচারের হাজার ব্যস্ততার মাঝেই অমর একুশের শহীদদের স্মরণ করতে চান তিনি। তাঁর দাবি মাতৃভাষার মধ্যে জড়িয়ে রয়েছে আবেগ। সেই ভাষা আবেগকে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা দিতে গিয়ে শহীদ হয়েছিলেন ছালাম, বরকত, গনিরা। আজ তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যেই এমন আয়োজন।