নির্দল হয়ে দাঁড়ালে কোনও দলের চাপ থাকেনা, টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবেই লড়ছেন লিপি

চন্দননগর পুরভোটে মোট প্রার্থীর সংখ্যা ১১৩ জন। চন্দননগরের ৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী লিপি শর্মা। বিজেপি টিকিট দেবে বলেও তাঁকে না দেওয়ার অভিযোগ। নির্দল প্রার্থী হিসেবেই দাঁড়িয়েছেন লিপি শর্মা। নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোই ভালো, জানাচ্ছেন লিপি।

/ Updated: Feb 10 2022, 06:18 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চন্দননগর পৌরনিগম নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ১১৩ জন।এখানে নির্দল প্রার্থী হিসাবে একজন প্রতিদ্বন্দ্বীতা করছে ৬ নং ওয়ার্ডএ।বিজেপি টিকিট দেবে বলে ছল চাতুরী করে টিকিট না দেওয়ার জন্য  লিপি শর্মা নির্দলে দাড়িয়েছে।প্রতিকশর্মা শর্মা  চিহ্ন সূর্য। ওয়ার্ডএর বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে নির্দল প্রার্থীর প্রতীক। বাড়ি বাড়ি ঘুরে নকল ই ভি এম মেশিন দেখিয়ে বুথ স্লিপ দিচ্ছেন লিপি। তবে সম্পূর্ণ কোভিডের নিয়ম মেনে চলছে নির্দল প্রার্থীর কার্যক্রম। নিচুপট্টির বাড়িতে বসে প্রার্থী বলেন নির্দল হয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগছে।কোনো দলের পেশার নেই।মানুষ আমার সংগে আছে।অন্যদিকে লিপির দাদা বিজেপির যিনি কনভেনর ছিলেন তার বক্তব্য বিজেপি নেতৃত্ত্ব বেইমানি করেছে।সব মিলিয়ে চন্দননগর পৌর নিগমের ৬ নং ওয়ার্ড নির্দল প্রার্থীর ঝুলিতে যাবে বলে মনে করছে লিপি শর্মা।