পুরভোটের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার ডাক নুসরত-এর

হাতে আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপরেই রয়েছে ভোট। জোর কদমে জেলায় জেলায় চলছে পুরভোটের প্রচার। পুরভোটের প্রচারে তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। প্রচারে গিয়ে 'বাংলা নিজের মেয়েকে চায়' স্লোগান তোলেন তিনি। বসিরহাটে এদিন তণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার ডাক দেন নুসরত।
 

/ Updated: Feb 23 2022, 01:59 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২০২১ এর বিধানসভা নির্বাচনের বাংলার নিজের মেয়েকে চায়, এবার সেই স্লোগান পৌরসভা নির্বাচনে। সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান, বসিহাট মহাকুমার বাদুড়িয়া টাকি বসিরহাট এই তিনটি পৌরসভায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে প্রকাশ্য জনসভায় বললেন। যেভাবে ২১শে নির্বাচনে বাংলা নিজের মেয়েকে চায় আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করুন আরও একবার।  দিদি অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে। পাশাপাশি যারা বাইরে থেকে এসেছিল যে রাজ্যে কৃষকদের সম্মান করা হয়। সেই রাজ্যের কৃষকদের মাথায় লাটি মারতে এসেছিল তারা মুখের উপর না বলে দিয়েছেন। অনেকে বলেছিল আমরা ক্ষমতায় এসে গেছি। বাংলার মানুষ তার মুখের উপর মোক্ষম জবাব দিয়ে দিয়েছে। তাই আগামী দিনে পৌরসভা নির্বাচনে আপনারা ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে, উন্নয়নের কথা মাথায় রেখে। বসিরহাট পৌরসভা ৪,  নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সমীক রায় অধিকারী ১৩, নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সত্যজিৎ নাথ ১৪,নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ভাস্কর মিত্র ১৫,নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অদিতি মিত্রের সমর্থনে এদিন প্রকাশ্য জনসভায় করেন। ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তসী ব্যানার্জি,তৃণমূল নেত্রী শুভ্রা ঘোষ বসু সহ একাধিক ব্যক্তিত্ব। এদিন টাকি রোডের ভবানীপুরে প্রকাশ্য জনসভায় তৃণমূল প্রার্থীদের দিকে দিকে ভোট দিয়ে জয়যুক্ত করার বার্তা দেন, তিনি বলেন ,বাংলা নিজের মেয়েকে চায় আপনারা এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে দিন তার হাত শক্ত করুন।

Read more Articles on