তৃণমূল-বিজেপির অভিনব প্রচার, ভোটারদের বাড়িতে গিয়ে কেউ করলেন রান্না কেউ খেলেন মুড়ি
জেলায় জেলায় জোর কদমে চলছে ভোটের প্রচার। বাঁকুড়ায় অভিনব ভোটের প্রচার বিজেপির। অন্যদিকে বাদ গেলনা তৃণমূলও। জনসংযোগ বাড়াতে ভোটারের বাড়িতে বসে মুড়ি খেলেন খোদ প্রার্থী। বিজেপি প্রার্থীকে ভোটারের বাড়িতে বসে মুড়ি খেতে দেখা গিয়েছে। অন্যদিকে ভোটারদের বাড়িতে গিয়ে রান্না করলেন তৃণমূল প্রার্থী।
একেবারের দোরগোড়ায় পুরভোট। হাতে আর মাত্র কটা দিন, তাই সময় নষ্ট না করে মাটি কামড়ে ওয়ার্ডে পড়ে রয়েছেন প্রার্থীরা। নিজের মতন করে প্রচার করে জনসংযোগ বাড়ানোর কাজে নেমেছেন সব প্রার্থীরা। এর মাঝেই আবার কেউ কেউ মানুষের সঙ্গে নিবিড় ভাবে মিশে প্রচার করছেন নিজের জনসংযোগ বৃদ্ধির কাজ করছেন। বুধবার সকাল থেকেই বাঁকুড়া পুরসভার দুই প্রার্থীকে দেখা গেল অভিনব প্রচার করে মানুষের সাথে মিশে যেতে। বাঁকুড়া পুরসভার ৯ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৌশিক পাঠক। নিজের ওয়ার্ডে প্রচারে ব্যস্ত সর্বক্ষন। সাত সকালেই বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে মানুষের কাছে আশীর্বাদ চাইলেন তিনি। ওয়ার্ডের অলি গলি ও বস্তি এলাকায় গিয়ে মানুষের পাশে থাকার ও মানুষের জন্য কাজ করার বার্তা দিলেন বিজেপি প্রার্থী কৌশিক পাঠক। প্রচারের মাঝেই এক প্রতিবেশীর বাড়িতে মুড়ি ভিজিয়ে খেলেন তিনি। চপ মুড়ি মেখে জমিয়ে মুড়ি খেতে খেতে ওই গৃহস্থের বাড়িতে সেরে ফেললেন ভোটের প্রচার। বুঝিয়ে দিতে চাইলেন প্রার্থী হিসেবে নয় পরিবারের সদস্য হিসেবে এসেছেন তিনি। ভোট প্রচারে বেরিয়ে সটান রান্নাঘরে খুন্তি ধরে বেগুন ভাজলেন তৃনমূল প্রার্থী পিঙ্কি চক্রবর্তী। বাঁকুড়া পুরসভার ১৫ নং ওয়ার্ডের তৃনমূল প্রার্থী পিঙ্কি চক্রবর্তী সাতসকালেই দলের কর্মীদের নিয়ে ঘুরলেন কেন্দুয়াডিহি এলাকায়। মানুষের দরজায় দরজায় ঘুরে আশীর্বাদ চাইলেন তিনি। প্রচার করতে করতে এক গৃহস্থের রান্না সেলে বসে পড়ে রান্নার কাজে হাত লাগালেন তৃনমূল প্রার্থী। খুন্তি ধরে বেশখানিক্ষন রান্নার কাজে সহযোগিতা করে ঘরের মেয়ের পরিচয় দিয়ে আশীর্বাদ চাইলেন তিনি। গত বারে মানুষের আশীর্বাদ পেয়ে কাউন্সিলর হয়ে কাজ করেছেন মানুষের জন্য। এবারও মানুষের আশীর্বাদ তার মাথায় উপরে থাকবে আশাবাদী তৃনমূল প্রার্থী পিঙ্কি চক্রবর্তী।