ডবলুবিসিএস অফিসারদের বেতন বৃদ্ধিতে ২টি অতিরিক্ত ইনক্রিমেন্ট, ঘোষণা মমতার

ডবলুবিসিএস অফিসারসদের জন্য নয়া ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। টাউনহলে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি জানালেন যে এবার বিএসএস পদাধিকারীরা ২টি করে অতিরিক্ত মাইনে বৃদ্ধি পাবেন। এমনকী, আইএএস-দের সমান সুযোগ সুবিধা দেওয়ার কথাও এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

/ Updated: May 12 2022, 08:07 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নতুনভাবে সাজিয়ে তোলার পর বৃহস্পতিবার টাউনহলের উদ্ধোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।সেখানেই ডবল্ুবিসিএস অফিসারদের সাধারণবৈঠকে যোগ দেন তিনি।  এদিনে সেখানেই ডবল্ুবিসিএস অফিসারদের আরও বেশি করে কাজে লাগোনোর কথা বললেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ডবল্ুবিসিএস অফিসারদের বেশ কিছু সুযোগসুবিধা দেওয়ার কথাও বলেছেন তিনি। এর পাশাপাশি ১০০দিনের কাজে টাকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনার অভিযোগে আরও একবার সরব হলেন তিনি।এদিন মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আগামী দিনে জেলার সংখ্যা বাড়ানোর ইচ্ছে রয়েছে। কিন্তু পর্যাপ্ত আধিকারিক না থাকায়, তা সম্ভব হচ্ছে না। উন্নয়নের প্রয়োজনের জেলার সংখ্যা বাড়ানো দরকার। আগামী দিনে ২৩ থেকে ৪৬ টি পর্যন্ত জেলা করার ইচ্ছে রয়েছে রাজ্য সরকারের।' মমতা আরও বলেন, 'আমরা জেলা আরও বাড়াব, অফিসারদের কথা ভেবেই সেটা করা হবে। যাতে ক্যারিয়ার নষ্ট না হয়। আপনাদের সব জায়গায় যাতে ব্যবস্থা করা যায়।' ডবল্ুবিসিএস অফিসারদের প্রশাসনের উচ্চপদে পোস্টির দেওয়ার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। মুখ্যমন্ত্রীর কথায়, আপনাদের সব জায়গায় যাতে ব্যবস্থা করা যায়, তাই আণরা ডবল্ুবিসিএস অফিসারদের জন্য জয়েন্ট, অ্যাডিশনার সেক্রেটারির পোস্ট বাড়িয়েছি। নতুন করে ডবল্ুবিসিএস-র কোটা আরও বাড়াতে হবে।' ডবল্ুবিসিএস অফিসাররা আরও বেশি করে জেলাশাসক করার ইচ্ছে মুখ্যমন্ত্রীর। স্থানীয় জেলাশাসক হলে কাজের পরিচালনাও আরও সহজ হবে বলে দাবি মমতার।  রপরেই ডবল্ুবিসিএস অফিসারদের ভালো কাজ করার জন্য, উদ্বুদ্ধ করেছেন শাসকদলেরর প্রধান।