উচ্চ মাধ্যমিকে প্রথম দিনহাটার অদিশা দেবশর্মা
উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে এবার অদিশা দেবশর্মা। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮। দিনহাটা সোনিদেবী হাই স্কুলের ছাত্রী হলেন অদিশা দেবশর্মা। স্বাভাবিকভাবেই উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ায় গর্বিত তার স্কুল। সকাল থেকেই সাংবাদিকের প্রশ্ন এবং ক্যামেরার সামনে এসে যথেষ্টই সাবলীল। আনন্দে একের পর এক মিষ্টি বড়রা অদিশার মুখে তুলে দিচ্ছেন। তবে প্রাণখোলা হাসি নিয়েই সে সংবাদ মাধ্যমকে মনের অনেক কথা।
সংবাদ মাধ্যমকে অদিশা দেবশর্মা জানালেন, তাঁর অঙ্ক ভালো লাগে খুব। ইচ্ছে আছে অঙ্ক কিংবা ইঞ্জিনিয়ারিং নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করার। তার আরও একটি ইচ্ছে রয়েছে। সেটি হল, নিজের পায়ে দাঁড়িয়ে পথ শিশুদের প্রতিভাকে সামনে আনা। তবে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে ভূলে যাননি মা-বাবার প্রতি কৃতজ্ঞতা জানাতে। অকপটে ক্যামেরার সামনেই বললেন, সেকথা। এবং তিনি এত আনন্দের মাঝেই বিষাদের সুরে বলেন যে, তাঁর মা দুরারোগ্য ব্যাথিতে আক্রান্ত, যার স্থায়ী চিকিৎসা এখনও বের হয়নি। তিনি আবারও বলে তার পড়াশোনার পিছনে মা-বাবার ভূমিকা অনেক। পাশাপাশি এদিন তিনি আগামীদের জন্য বলেন, 'পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। যদি তাঁদের কোনও পছন্দের বিষয় থাকে, সেটা ক্যারি অন করতে হবে' বলে পরামর্শ দিলেন অদিশা।