তবে কী বৃষ্টিতেই বর্ষবরণ, জাঁকিয়ে ঠাণ্ডা বর্ষ শেষে
- সোমবার থেকে সামান্য বাড়বে তাপমাত্রা
- ১ জানুয়ারি সন্ধের পর হালকা বৃষ্টির সম্ভাবনা
- ২ জানুয়ারি বাড়বে বৃষ্টি, দক্ষিণে মাঝারি ও উত্তরে ভারী বর্ষণ
- ৩ জানুয়ারি থেকে কমবে বৃষ্টিপাত
রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় বৃহস্পতিবার রাত থেকে। শুক্রবার দিনভোর মেঘলা আকাশ। তবে শনিবার থেকেই পরিষ্কার হবে আকাশ, কমবে তাপমাত্রার পারদ। এমনটাই এবার জানানো হল আলিপুর আবহাওয়া দফতর থেকে। শনি ও রবিবার রাতের তাপমাত্রা কমে হতে পারে ১১ ডিগ্রি।
সোমবার থেকে সামান্য বাড়বে তাপমাত্রা। শুক্রবার কলকাতা আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জিব বন্দ্যোপাধ্যায় জানান, বৃষ্টিতেই বর্ষবরণের সম্ভাবনা প্রবল। ১ জানুয়ারি সন্ধের পর স্থানীয় হালকা বৃষ্টিপাত হলেও , ২ জানুয়ারি সকাল থেকেই বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। দক্ষিণবঙ্গে মাঝারি ও উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা প্রবল। তবে ৩ জানুয়ারি থেকে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। ঘণ কুয়াশা থাকবে দক্ষিণের বেশ কিছু জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা।