হাঁসফাঁসানি গরমের মাঝে কবে নামবে স্বস্তির বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর

আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। রবিবারের মধ্য়ে তবে বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। সপ্তাহান্তে একটু স্বস্তি পেতে পারেন কলকাতাবাসী। দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার এবং রবিবার সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস।
 

/ Updated: Apr 19 2022, 12:38 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বেড়েই চলেছে গরম। গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। গরম বেড়েই চলেছে অথচ বৃষ্টি হচ্ছেই না। হাঁসফাঁসানি গরমে কবে হবে স্বস্তির বৃষ্টির সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে। তবে আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। রবিবারের মধ্য়ে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সোমবার থেকে একাধিক জায়গায় আকাশের মেঘ দেখা গেলেও সেই সঙ্গে রোদও উঁকি দিয়েছে। সেই সঙ্গেই হাওয়াও দিচ্ছে। তবে তাতেও মিলছে না স্বস্তি। সপ্তাহান্তে তবেল একটু স্বস্তি পেতে পারেন কলকাতাবাসী। শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার এবং রবিবার সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৈশাখ মাস শুরু হলেও কবে কাল বৈশাখির দেখা মিলবে বঙ্গে তা এখনও জানা যায়নি।