আমেরিকান জামাই, তাই নোবেল, অভিজিৎকে নিয়ে নিঃসংশয় দিলীপ, দেখুন ভিডিও

  • এবার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পাণ্ডিত্য নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের
  • ব্যক্তিগত আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি
/ Updated: Oct 22 2019, 03:59 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করে তাঁর দরাজ প্রশংসা করছেন। কিন্তু নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মেধা এবং যোগ্যতা নিয়ে এখনও হয়তো কিছুটা সংশয়ে রয়েছেন বিজেপি নেতারা। অন্যান্য নেতাদের সঙ্গে সেই সুরে সুর মেলাচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বও। এবার রাহুল সিনহার পরে অভিজিৎবাবুর নোবেল প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার ঝাড়গ্রামে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপি নেতাদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপবাবু প্রথমে বলেন, 'উনি নোবেল পাওয়ার পর আমি নিজেই অভিনন্দন জানিয়েছি। বিভিন্ন মানুষ বিভিন্ন মত প্রকাশ করেছেন। সবারই বলার অধিকার আছে গণতন্ত্রে।'

এই পর্যন্ত বলেই অবশ্য থামেননি দিলীপ ঘোষ। খড়্গপুরের সাংসদ এর পর বলতে শুরু করেন, ''আমেরিকার জামাই হতে হয়, কোনও সন্দেহ আছে কি? দু' জন অর্থনীতিবিদ নোবেল পেয়েছেন, দু' জনেই আমেরিকান বিয়ে করেছেন। এটাও কারণ হতে পারে। এটাই বাস্তব সত্য!' তবে এই প্রথম নয়, নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও এর আগে একইভাবে কটাক্ষ এবং আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। অমর্ত্য সেনের মতোই কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতির সমালোচনা করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আর তাতেই তিনি বিজেপি নেতাদের রোষের কারণ হয়ে উঠেছেন।