'আগের প্রেমটা গোপনে ছিল পর্দার আড়ালে ছিল এখন সব এক হয়ে যাবে' - শমীক ভট্টাচার্য

সিপিএম কার্যালয়ে তৃণমূল বিধায়ক পতাকা উত্তোলন করেছেন, বিজেপি কার্যালয়ে স্বাধীনতা দিবস পালন করতে এসে মন্তব্য করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য 

/ Updated: Aug 15 2022, 03:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সারা দেশ জুড়ে পালন হচ্ছে  ৭৫ তম স্বাধীনতা দিবস | বিজেপি কার্যালয়েও পালন হল ৭৫ তম স্বাধীনতা দিবস | রাহুল সিনহা এদিন পাতাকা উত্তোলন  করলেন | উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য ও বিজেপি শীর্ষ নেতৃত্ব ও কর্মীরা | সিপিএম কার্যালয়ে তৃণমূল বিধায়কের পতাকা উত্তোলন নিয়ে মন্তব্য করেন শমীক ভট্টাচার্য | তিনি বললেন 'আগের প্রেমটা গোপনে ছিল পর্দার আড়ালে এখন বিজেপিকে আটকাতে সব এক হয়ে যাবে' |