৮৯ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা, ঘোষণা মমতার
কৃষকবন্ধু প্রকল্পে ৮৯ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা। বর্ধমানে মাটি উৎসব থেকে ঘোষণা করলেন মমতা। প্রতি কৃষককে ১০ হাজার টাকা করে সাহায্য করলো সরকার। শুধু কৃষক নয়, খেতমজুরদেরও টাকা দেওয়া হয় এই প্রকল্পে। কেন্দ্রের বিজেপি সরকার কৃষকবিরোধী বললেন মমতা। কৃষকদের আয় তিনগুণ বেড়েছে আমাদের রাজ্যে। এদিনের সভা থেকে তিনি হুশিয়ারিও দিলেন। ‘কেউ ধান ফিরিয়ে দিলে, সময়ে কাজ না করলে, এফআইআর করুন'। 'কৃষক মাণ্ডিতে যেন ধানের ওজন ঠিকঠাক নেওয়া হয়'।
কৃষকবন্ধু প্রকল্পে ৮৯ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা। বর্ধমানে মাটি উৎসব থেকে ঘোষণা করলেন মমতা। প্রতি কৃষককে ১০ হাজার টাকা করে সাহায্য করলো সরকার। শুধু কৃষক নয়, খেতমজুরদেরও টাকা দেওয়া হয় এই প্রকল্পে। কেন্দ্রের বিজেপি সরকার কৃষকবিরোধী বললেন মমতা। কৃষকদের আয় তিনগুণ বেড়েছে আমাদের রাজ্যে। এদিনের সভা থেকে তিনি হুশিয়ারিও দিলেন। ‘কেউ ধান ফিরিয়ে দিলে, সময়ে কাজ না করলে, এফআইআর করুন'। 'কৃষক মাণ্ডিতে যেন ধানের ওজন ঠিকঠাক নেওয়া হয়'।