অ্যানিমেশন ছবিতেই করোনার সতর্ক বার্তা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশের

  • অ্যানিমেশন ছবি বানিয়ে এবার সতর্ক বার্তা পশ্চিমবঙ্গ পুলিশের
  • ভিডিও পোস্ট হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের টুইটার পেজ থেকে
  • পুজো নিয়েই তৈরি হয়েছে এক অসাধারণ অ্যানিমেশন ছবি
  • এক নজরে দেখে নিন সেই ভিডিও
/ Updated: Oct 22 2020, 02:40 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সারা বছর বাংলার মানুষ অপেক্ষা করে থাকে পুজোর এই কটা দিনের জন্য। তবে এই বছরটা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই আলাদা। এবছর করোনা পুজোর সব আনন্দটাই যেন মাটি করে দিয়েছে। অনেকে আবার কোরোনা ভুলেই মেতেছে এখন পুজো নিয়ে। পুজোর শপিং থেকে শুরু করে প্যান্ডেল হপিং সবটাই চলছে তাদের। এমনকি অনেকেই ভুলছেন মাস্ক পরতেও। আর সেই সব মানুষদের সতর্ক করতেই অ্যানিমেশন ছবি পশ্চিমবঙ্গ পুলিশের। সেখানে দেখা যাচ্ছে মা দুর্গা থেকে শুরু করে লক্ষী, গণেশ সবাই পরে আছেন মাস্ক। মন্ডপে মন্ডপে মানা হচ্ছে সোশ্যাল ডিসটেন্সিং এবং সকলের মুখে আছে মাস্ক। আর এই সুন্দর একটি অ্যানিমেশন  ছবির মধ্যে দিয়েই সাধারণ মানুষের মধ্যে সতর্ক বার্তা ছড়িয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ।