বালাসন নদীর পাড়ে পিকনিক করতে গিয়ে বিপত্তি, ১১ জন আটকে নদীর ওপারে, উদ্ধারে ছুটে আসল প্রশাসন

বালাসন নদীর পাড়ে পিকনিক করতে গিয়ে বিপত্তি। হঠাৎ বৃষ্টি নামতেই বালাসন নদীতে জল বেড়ে যায়, ফলে নদীর ওপারে পিকনিক করতে গিয়ে আর তারা ফিরে আসতে পারছে না। এই ঘটনার কথা প্রশাসন জানতে পেরেই ছুটে আসে। মোট ১১ জন আটকে নদীর ওপারে। তাদের কয়েকজন আত্মীয় এপারে আসে প্রয়োজনীয় জিনিস নিতে, তখনই প্রবল বৃষ্টির জেরে তারা এপারেই আটকে যায়। প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে। 

Share this Video

বালাসন নদীর পাড়ে পিকনিক করতে গিয়ে বিপত্তি। হঠাৎ বৃষ্টি নামতেই বালাসন নদীতে জল বেড়ে যায়, ফলে নদীর ওপারে পিকনিক করতে গিয়ে আর তারা ফিরে আসতে পারছে না। এই ঘটনার কথা প্রশাসন জানতে পেরেই ছুটে আসে। মোট ১১ জন আটকে নদীর ওপারে। তাদের কয়েকজন আত্মীয় এপারে আসে প্রয়োজনীয় জিনিস নিতে, তখনই প্রবল বৃষ্টির জেরে তারা এপারেই আটকে যায়। প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে। 

Related Video