প্রধানমন্ত্রীর স্ত্রীর পুজো করালেন, শিহরিত আসানসোলের মন্দিরের পুরোহিত, দেখুন ভিডিও
- পুজো দিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন,
- আসানসোলের মন্দিরে পুজো দিলেন যশোদা বেন
- সোমবার দুপুরে হঠাৎই মন্দিরে হাজির হন তিনি
- ধানবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন মঙ্গলবার। আর তার ঠিক আগের দিন আচমকাই আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে গেলেন নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদা বেন। ধানবাদে একটি সমাজসেবামূলক অনুষ্ঠানে এসে এক ফাঁকে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন প্রধানমন্ত্রীর স্ত্রী।
সোমবার বেলা পৌনে একটা নাগাদ হঠাৎই কল্যাণেশ্বরী মন্দিরে আসেন প্রধানমন্ত্রীর স্ত্রী। মা কল্যাণেশ্বরী মন্দির এবং শিব মন্দিরে পুজো দেন তিনি। শুভঙ্কর দেওঘরিয়া ও বিল্টু মুখোপাধ্যায় নামে দুই সেবায়েতের কাছে মা কল্যাণেশ্বরীর পুজো দেন তিনি। দক্ষিণা হিসেবে ১০১ টাকা দেন দুই সেবায়েতকে। এর পর শিব মন্দিরে গিয়ে জলও ঢালেন তিনি। পুজো দিয়েই গাড়িতে উঠে ধানবাদের উদ্দেশ্যে রওনা দেন যশোদা বেন। মন্দিরের পুরোহিতরা জানান, সবার মঙ্গলকামনায় পুজো দিয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী। পুরোহিত বিল্টু মুখোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রীর স্ত্রীর পুজো আমি করাচ্ছি, এটা ভেবেই শিহরিত লাগছিল।