ভগতপুর চা বাগানে বাইসন, ছড়াল আতঙ্ক
ফের বাইসনকে ঘিরে ছড়াল আতঙ্ক। সোমবার বাইসনটিকে দেখা যায় একটি চা বাগানে। নাগরাকাটার ভগতপুর চা বাগানে দেখা যায় তাকে। বাইসনটিকে দেখা আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
ফের বাইসনের আতঙ্ক। সোমবার নাগরাকাটার ৩১ নং জাতীয় সড়কের ধারে একলব্য মডেল স্কুলের কাছে ভগতপুর চা বাগানে ঢুকে পড়ে একটি বাইসন। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাইসনটিকে প্রথমে চা বাগানের কর্মীরাই দেখতে পান। আতঙ্কে চা বাগানের কাজ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খুনিয়া রেঞ্জ এবং ডায়না রেঞ্জের বনকর্মিরা ও নাগরাকাটা থানার পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী বাইসনকে চা বাগানের দুই নং সেকশনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাইসনটিকে দেখে সেখানে প্রচুর মানুষ ভিড় জমায়। বাইসনটির চারপাশে প্রচুর মানুষ ভিড় জমায়। সেই কারণেই বাইসনটিরও সেখান থেকে বের হতে সমস্যা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রশাসন সাধারণ মানুষকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে, যাতে সাধারণ মানুষেরও কোনও ক্ষতি না হয় এবং বাইসনটিও চলে যেতে পারে।