Elephant attack: বর্ধমানে হাতির দলের তান্ডব, আক্রমণে জখম ১

বৃহস্পতিবার সকালে প্রায় চল্লিশটি হাতির (Elephant) একটি পাল দামোদর পেরিয়ে ঢুকে পড়ে পূর্ব বর্ধমানে। বৃহস্পতিবার ভোরে বাঁকুড়ার শালতোড়া জঙ্গল থেকে দামোদর পেরিয়ে প্রায় চল্লিশটি হাতির দল পূর্ব বর্ধমানের গলসির রামগোপালপুর এলাকায় ঢুকে পড়ে। পিছনে আরো একটি পঁয়ত্রিশটি হাতির দল রয়েছে বলে বনদপ্তর সূত্রের খবর। হাতির দলটিতে দাঁতাল পুরুষ হাতির পাশাপাশি রয়েছে মহিলা ও শিশু  হাতিও। হাতির দলটি গলসি এলাকায় প্রচুর ধানের জমি নষ্ট করে দিয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। এত বড় একটি হাতির দলকে কি করে বাগে আনা যায় তা ভাবতেই ঘাম ছুটেছে বনদপ্তরের কর্তাদের। হাতিরদলটিকে জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে তৎপর হয়েছে প্রশাসন। সে ক্ষেত্রে হুলা পার্টি ও কুনকি হাতির সাহায্য নেওয়া হতে পারে বলে বর্ধমান রেঞ্জের বনদপ্তর সূত্রে খবর। হাতির তান্ডবে ক্ষতি হয়েছে চাষের জমির। হাতির আক্রমণে জখম হয়েছেন এক ব্যক্তি। হাতির দলের তান্ডবে আতঙ্ক ছড়ায় গোটা গ্রামে। এই হাতির দলটি বড় হওয়ায় তাদের তাড়াতে সমস্যায় পড়তে হচ্ছে। ইতিমধ্যেই হাতির দলটিকে তাড়াতে তৎপর হয়েছে বনদফতরের কর্মীরা। হাতির দলটির দিকে তবে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

/ Updated: Nov 11 2021, 05:21 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বৃহস্পতিবার সকালে প্রায় চল্লিশটি হাতির (Elephant) একটি পাল দামোদর পেরিয়ে ঢুকে পড়ে পূর্ব বর্ধমানে। বৃহস্পতিবার ভোরে বাঁকুড়ার শালতোড়া জঙ্গল থেকে দামোদর পেরিয়ে প্রায় চল্লিশটি হাতির দল পূর্ব বর্ধমানের গলসির রামগোপালপুর এলাকায় ঢুকে পড়ে। পিছনে আরো একটি পঁয়ত্রিশটি হাতির দল রয়েছে বলে বনদপ্তর সূত্রের খবর। হাতির দলটিতে দাঁতাল পুরুষ হাতির পাশাপাশি রয়েছে মহিলা ও শিশু  হাতিও। হাতির দলটি গলসি এলাকায় প্রচুর ধানের জমি নষ্ট করে দিয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। এত বড় একটি হাতির দলকে কি করে বাগে আনা যায় তা ভাবতেই ঘাম ছুটেছে বনদপ্তরের কর্তাদের। হাতিরদলটিকে জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে তৎপর হয়েছে প্রশাসন। সে ক্ষেত্রে হুলা পার্টি ও কুনকি হাতির সাহায্য নেওয়া হতে পারে বলে বর্ধমান রেঞ্জের বনদপ্তর সূত্রে খবর। হাতির তান্ডবে ক্ষতি হয়েছে চাষের জমির। হাতির আক্রমণে জখম হয়েছেন এক ব্যক্তি। হাতির দলের তান্ডবে আতঙ্ক ছড়ায় গোটা গ্রামে। এই হাতির দলটি বড় হওয়ায় তাদের তাড়াতে সমস্যায় পড়তে হচ্ছে। ইতিমধ্যেই হাতির দলটিকে তাড়াতে তৎপর হয়েছে বনদফতরের কর্মীরা। হাতির দলটির দিকে তবে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।