হায়দরাবাদে সঠিক বিচার, এনকাউন্টারে খুশি এ বাংলার নারীরা, দেখুন ভিডিও
- হায়দরাবাদে এনকাউন্টারে চার অভিযুক্তের মৃত্যু
- এনকাউন্টারকে সমর্থন করছে এ রাজ্যের বাসিন্দারা
- সঠিক বিচার হয়েছে, দাবি বাংলার মহিলাদের
হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডে এনকাউন্টারে চার অভিযুক্তের মৃত্যুর ঘটনায় গোটা দেশের মতো খুশি এরাজ্যের বাসিন্দারাও। প্রত্যেকেই মনে করেছেন, এর ফলে কিছুটা হলেও ভয় ঢুকবে ধর্ষকদের মনে। কমতে পারে ধর্ষণের মতো ঘটনাও। বিশেষত ধর্ষকদের এই পরিণতিতে বেশি খুশি মহিলারা। একই সঙ্গে অবশ্য আমজনতার দাবি, সব ধর্ষণের ঘটনাতেই দ্রত অভিযুক্তদের বিচার শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ধর্ষণের একমাত্র শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের পক্ষেও সওয়াল করেছেন অনেকে।