ছাতিমতলায় দিদির সভা, সেখানেই ক্ষোভ প্রকাশ মিড-ডে-মিল কর্মীদের

  • সোমবার নদিয়ার জনসভায় মুখ্যমন্ত্রী
  • হবিবপুরের ছাতিমতলায় এই সভার আয়োজন হয়
  • সেখানেই দেখা গেল অগুন্তি মানুষের ভিড়ে
  • সেখানেই ক্ষোভ উগরে দিলেন মিড-ডে-মিল কর্মীরা
  • সেই সঙ্গেই ক্ষোভ প্রকাশ করেন এআই কর্মীরাও 

| Jan 11 2021, 09:11 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোমবার নদিয়ার হবিবপুরের ছাতিমতলায় জনসভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হবিবপুরের ছাতিমতলায় এই সভার আয়োজন হয়। সেখানেই দেখা গেল অগুন্তি মানুষের ভিড়ে। সেই সভায় গিয়েই নিজেদের ক্ষোভ উগরে দিলেন মিড-ডে-মিল -এর কর্মীরা। , সেই সভায় এসে মিড ডে মিল কর্মীরা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, ১২ মাস কাজ করানো হলেও তাদের ১০মাসের বেতন দেওয়া হয়। পাশাপাশি তাদের কোনও বেতনও বাড়েনি।  এমনটাই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তারা। যদিও তাদের এই বিক্ষোভ ও বেতন বাড়ানোর দাবিকে মোটেই পাত্তা দেয়নি তৃণমূল নেতৃত্ব। তাদের সঙ্গেই বিক্ষোভ দেখাতে দেখা যায় এআই কর্মীদেরও। ভাতা নয় বেতন চাই এমনটাই দাবি জানান তারা।