'খুব কষ্ট হচ্ছে মা', রহস্যমৃত্যুর আগে ফেসবুক লাইভে কী বলেছিলেন নাসিম, দেখুন ভিডিও

  • হরিয়ানা থেকে ফেসবুক লাইভ করে চোপড়ার যুবক
  • প্রেমিকার পরিবার অত্যাচার করছে বলে অভিযোগ
  • এর পরেই মৃতদেহ উদ্ধার হয় নাসিম হক নামে ওই যুবকের
  • প্রেমিকার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ

/ Updated: Jun 28 2019, 04:30 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আমার খুব কষ্ট হচ্ছে মা, তাড়াতাড়ি এসো। আমার বড় ভুল গিয়েছে। ওরা আমার খুব অত্যাচার করছে, আমায় মেরে ফেলবে। বৃহস্পতিবার সকালে হরিয়ানার হোটেলের বাথরুম থেকে লুকিয়ে ফেসবুক লাইভে নিজের মায়ের উদ্দেশে ফেসবুক লাইভে এমন কাতর আর্তিই জানিয়েছিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নাসিম হক। অভিযোগ নাসিমের প্রেমিকাকর পরিবারের লোকজনই নাসিমকে খুন করেছে। নাসিমের ফেসবুক লাইভের ঘণ্টা দু'য়েক পরেই হরিয়ানার ওই হোটেল সংলগ্ন একটি বহুতল থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। এই ঘটনার পর থেকে নাসিমের প্রেমিকারও কোনও খোঁজ নেই। যদিও কোনও এক অজ্ঞাত স্থান থেকে ফেসবুক লাইভ করে সেও দাবি করেছে, নাসিমকে বিয়ে করবে বলেই বাড়ি ছেলেছিল সে।

নাসিম হক নামে পেশায় রং মিস্ত্রির সঙ্গে একাদশ শ্রেণির ওই ছাত্রীর দীর্ঘদিনের সম্পর্ক। দু' জনেই চোপড়ার ঝাড়বাড়ি গ্রামের বাসিন্দা। কিন্তু ওই যুবতীর পরিবার থেকে ওই সম্পর্ক মেনে নেয়নি। এর পরে কয়েকদিন আগে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় নাসিম এবং তাঁর প্রেমিকা। পালিয়ে হরিয়ানায় চলে যায় তাঁরা। অভিযোগ, এর পরেই নাসিমের বিরুদ্ধে চোপড়া থানায় অভিযোগ দায়ের করে প্রেমিকার পরিবার। তার পরে হরিয়ানায় গিয়ে ওই যুগলকে প্রেমিকার পরিবারের লোকজন খঁজে করে। এর পরেই নাসিমকে  একটি হোটেলে আটক করে অত্যাচার শুরু করা হয় বলে অভিযোগ। প্রেমিকার পরিবারের নজর এড়িয়ে বাথরুম থেকে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ নিজের দিদিকে ফেসবুক লাইভ করে নাসিম বিপদের কথা জানান। নিজের দিদির উদ্দেশে তিনি বলেন, 'আমায় ক্ষমা করে দিস। মা আর ভাইকে দেখিস।' অভিযুক্তদের বিরুদ্ধে চোপড়া থানায় অভিযোগ করেছে নাসিমের পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।