যুবককে বেধড়ক মার, রেয়াত নয় বৃদ্ধাকেও, নদিয়ায় আইন ভাঙলেন আইনজীবী, দেখুন ভিডিও

  • নদিয়ার তেহট্ট থানা এলাকার ঘটনা
  • পায়রা চুরির অভিযোগে যুবককে মারধর
  • অভিযুক্ত তেহট্ট আদালতের এক আইনজীবী
  • ভিডিও ভাইরাল হতেই শাস্তি দাবিতে সরব মানুষ
     
/ Updated: Jul 07 2019, 07:52 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পায়রা চুরির অভিযোগে সালিশি সভা ডেকে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানার বেতাই সিভিলগঞ্জে। এমন কী, ওই যুবকের ঠাকুমা তাঁকে বাঁচাতে গেলে ওই বৃদ্ধাকেও রেয়াত করা হয়নি। চুরিরি অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানাও আদায় করা হয় ওই যুবকের থেকে। অভিযোগ, ঘটনার কথা পুলিশকে জানালে নির্যাতিত পরিবারকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেয় ওই আইনজীবী। এই ঘটনার প্রায় দেড় মাসপর ওই  যুবককে মারধরের ভিডিও ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তেহট্ট জুড়ে। আর এর পরেই সাহস করে শনিবার সন্ধ্যায় তেহট্ট থানায় অভিযুক্ত আইনজীবী গোবিন্দ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিত যুবক উৎপল চৌধুরী। 

সূত্রের খবর, গত ১৬ মে তেহট্ট থানার বেতাই সিভিলগঞ্জের বাসিন্দা উৎপল চৌধুরীকে পায়ারা চুরির মিথ্যা অভিযোগে রাস্তা থেকে ডেকে নিয়ে গিয়ে সালিশি সভা বসিয়ে মারধর করে তেহট্ট কোর্টের আইনজীবী গোবিন্দ বিশ্বাস। আইনজীবীর হুমকিতে এতদিন সবকিছু মুখ বুজে সহ্য করেছেন বলে দাবি করেছেন নির্যাতিত যুবক এবং তাঁর ঠাকুমা। কিন্তু গত সপ্তাহে এই ভিডিও এলাকায় ছড়িয়ে পড়তেই অভিযুক্ত আইনজীবীর শাস্তির দাবিতে সরব হন এলাকাবাসী। তার পরেই পুলিশে অভিযোগ জানান উৎপল। বিপদ বুঝে শেষ পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত আইনজীবী।