গ্রাহক সুইগির ডেলিভারি এজেন্টের মুখ থেকে অশালীন মন্তব্য শোনার পরই রেডিটৃ-এ নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। 

সুইগি ডেলিভারি এজেন্টের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। বেঙ্গালুরুর এক ২৪ বছরের তরুণকে হয়রান করা হয়েছে। গ্রাহক তরুণের অভিযোগ তাঁকে লক্ষ্য করে ডেলিভারি এজেন্ট অশালীন যৌন মন্তব্য করেছে। অভিযোগ ডেলিভারি এজেন্ট বলেছেন, 'চুষতে পারেন কিনা'।

সংশ্লিষ্ট তরুণ অশালীন মন্তব্য শোনার পরই প্যাকেটটি নিয়ে নেয়। আর রেডিটৃ-এ নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন, 'এটি যথাযথ হয়রান। এটিকে কখনই প্রশাংসা হিসেবে নেওয়া ঠিক নয়।'

সংশ্লিষ্ট তরুণ লিখেছেন, 'আমি আমার বন্ধুর ফ্ল্যাটে ছিলাম বলে আমাকে আমার ফ্ল্যাটমেটকে চাবি পাঠাতে হয়েছিল। সুইগি জিনি লোকটি এসেছিল এবং আমি প্যাকেজটি দিয়েছিলাম। সে ১০ সেকেন্ড অপেক্ষা করেছিল এবং আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম। সে ওটিপি চেয়েছিল এবং আমি আমার ফোনটি পরীক্ষা করে বলেছিলাম যে কোনও ওটিপি দেওয়া হয়নি। তারপর তিনি আবার প্রায় ৫-১০ সেকেন্ড অপেক্ষা করেছিলেন এবং মৌখিকভাবে বলেন 'আমি কি তোমার সি*** চুষতে পারি?' তরুণ লিখেছেন, এই কথা শোনার পর তিনি খুবই অবাক হয়ে যান।

হয়রানির অভিযোগ প্রকাশ্যে আসতেই সুইগির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানান হয়েছিল। সুইগির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।