সংক্ষিপ্ত

ট্রেনের মাথায় চড়তে নিষেধ নেই! এই ভাবেই দেশ ভ্রমণ করলেন বাঙালি যুবক, ভিডিও দেখে 'থ' সকলে

সিনেমাতে মাঝে মধ্যে ট্রেনের ছাদে চড়ার দৃশ্য দেখতে পাওয়া যায়। বাস্তবে তা কোনও ভাবেই সম্ভব নয়। আজকাল ভারতের কোনও ট্রেনেই এই দৃশ্য দেখা যায় না। এর কারণ হল, প্রশাসন তৎপর হয়ে মানুষকে এ ধরনের কাজ থেকে বিরত রাখে।

কিন্তু এমন কিছু দেশ আছে যেখানে মানুষ ট্রেনের ছাদে বসে নিশ্চিন্তে যাতায়াত করে। বাংলাদেশ এমনই একটি দেশ। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিো।

এক ভারতীয় যুবক বাংলাদেশে গিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করার কথা ভেবেছিলেন। বিপজ্জনক এই কাজ করতে গিয়ে নিজের অভিজ্ঞতাও ক্যামেরাবন্দি করেছেন তিনি। যুবকের নাম রাহুল গুপ্তা।

ইনস্টাগ্রামে রাহুল গুপ্তাকে ফলো করেন ১৫ হাজারের বেশি মানুষ। তিনি প্রায়ই ট্রেন সংক্রান্ত ভিডিও পোস্ট করেন। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বাংলাদেশের একটি ট্রেনের ছাদে ভ্রমণ করছেন। ইঞ্জিনের ঠিক উপরে শুয়ে ভ্রমণ করছেন রাহুল। এই ভিডিওটিই রিল আকারে প্রকাশ করেছেন রাহুল।

 

View post on Instagram
 

 

ভিডিওটিতে দেখা গিয়েছে যে ট্রেনটি দ্রুত গতিতে চলছে। এবং এই ট্রেনের ছাদেই আরাম করে শুয়ে আছেন তিনি। এরপর এক হাত ক্যামেরা নিয়ে ভিডিও বানাতে শুরু করেন তিনি। তিনি জানান, বাংলাদেশে একটি ট্রেনের ইঞ্জিনের ওপর দিয়ে তিনি ভ্রমণ করছেন। অবশ্য তিনি ক্যাপশনে লিখেছেন তিনি বলছেন- "এটা করার কখনই চেষ্টা করবেন না, কারণ আমি অনেক ঝুঁকি নিয়ে এই ভিডিওটি তৈরি করছি।"

                           আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।