Bangla

বক্স অফিস লড়াউ

চলতি বছরের শেষে প্রায় এক সঙ্গে মুক্তি পেয়েছে ডানকি ও সালার। তেমনই গোটা ২০২৪ সাল জুড়ে এমন ছয় বার বক্স অফিসে হবে সংঘর্ষ। একই সঙ্গে মুক্তি পাবে একাধিক ছবি। 

Bangla

বক্স অফিস ফাইটিং

ক্যাটরিনা থেকে প্রভাস। এমনকী, আল্লু অর্জুন থেকে অজয় দেবগণের মতো তারকারা। দেখে নিন ২০২৪ সালে কোন কোন ছবি একই দিনে মুক্তি পাবে। 

Image credits: instagram
Bangla

মেরি ক্রিসমাস এবং কালকী ২৮২৯ এডি

১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে মেরি ক্রিসমাস এবং কালকী ২৮২৯ এডি। একই সঙ্গে বক্স অফিসে পা দেবেন প্রভাস ও ক্যাটরিনা কইফ। 

Image credits: instagram
Bangla

গুন্টুর কেরাম এবং হনুমান

দক্ষিণী ছবি গুন্টুর কেরাম এবং হনুমান ছবিটি মুক্তি পারে একই দিন। মহেশ বাবুর গুন্টুর কেরাম এবং তেজা সাজার ছবি হনুমান একে অপরকে দেবে টক্কর। 

Image credits: instagram
Bangla

ওয়েলকাম টু দ্য জঙ্গল এবং আমির খান অভিনীত ছবি

আমির খান ও অক্ষয় কুমার এক সঙ্গে নামবেন ময়দান। অক্ষয় অভিনীত ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবির দিনই মুক্তি পাবে আমির খান অভিনীত ছবি। সম্ভবত ২০২৪ সালের বড়দিনে হবে লড়াই। 

Image credits: instagram
Bangla

ইন্ডিয়ান ২ এবং কাঙ্গুভা

জোড় লড়াই হবে ইন্ডিয়ান ২ এবং কাঙ্গুভা ছবির। এপ্রিল মাসে মুক্তি পাবে ছবি দুটো। কমল হাসানের ইন্ডিয়ান ২ এবং সূরিয়ার ছবি কাঙ্গুভা মুক্তি পাবে একসঙ্গে।  

Image credits: instagram
Bangla

পুষ্পা ২ এবং সিংঘম এগেন

পুষ্পা ২ এবং সিংঘম এগেন ছবির হবে জোড় লড়াই। ২০২৪ সালে একই দিনে মুক্তি পাবে ছবি দুটো। অজয় দেবগণ ও আল্লু অর্জুন লড়াই করবেন একই সঙ্গে। 

Image credits: instagram
Bangla

লাল সেলাম ও ক্যাপ্টেন মিলার

লাল সেলাম ও ক্যাপ্টেন মিলার ছবির লাগবে ক্ল্যাশ। একই দিনে মুক্তি পাবে এই দুই ছবি। একই দিনে লড়াইয়ে নামবেন রজনীকান্ত ও ধনুশ। 

Image credits: instagram

চলতি বছরে ক্যামিও চরিত্রে নজর কেড়েছেন এই আট তারকা, দেখে নিন কে কে

২০২৩ সালে সৌভাগ্যের দরজা খুলেছে এই কয় তারকার, রইল তালিকা

জিরো থেকে দঙ্গল- শেষ কয় বছরে বড়দিনে মুক্তি পেয়েছে এই কয়টি বলিউড ছবি

Year Ending 2023: বলিউড ও টলিউডে চলতি বছরে প্রয়াত হয়েছেন এই ১০ তারকা