Bangla

স্টার কিড কিন্তু ফ্লপ মাস্টার

স্টারকিড হিসেবেই আত্মপ্রকাশ। দীর্ঘদিনের বলিস্টার। টানা ১১ বছর কোনও হিট ছবি উপহার দিতে পারেননে। তারপরেই তিনি স্টার।

Bangla

সইফ আলি খান

শর্মিলা ঠাকুরের ছেলে। হিন্দি ছবিতে আত্মপ্রকাশ ১৯৯৩ সালে। পরম্পরা ছবির মাধ্যমে। আমির খান, সুনীল দত্ত, রুবিনা ট্যান্ডন, নীলম ছিল। তাও বক্স অফিসে চূড়ান্ত অসফল।

Image credits: instagram
Bangla

১১ বছরে নেই হিট

গত ১১ বছর নায়ক হিসেবে কোনও হিট ছবি দিতে পারেননি। এই সময় প্যাহেচান, এক থা রাজা, ম্যায় খিলাড়ি তু আনাড়ির মত ছবি করেছেন।

Image credits: instagram
Bangla

তিন খানের সঙ্গেও তুলনা

ছবি চলুক বা না চলুক বলিউডে এখনও জনপ্রিয় সইফ আলি খান। চার নম্বর খান হিসেবে সর্বদাই উঠে আসে তাঁর নাম।

Image credits: instagram
Bangla

সাপোর্টিং রোলো তুখড়

স্টার হিসেব তেমন দক্ষতা দেখাতে না পারলেও সাপোর্টিং রোলে সফল সইফ। হাম সাথ সাথ হ্যায় কাল হো না হো, ম্যায় খিলাড়ি তু আনাড়িতে অনেকেই তাঁর অভিনয় মনে রেখেছে।

Image credits: instagram
Bangla

নায়ক হিসেবে একটাই ছবি হিট

নায়ক হিসেবে তাঁর একটাই ছবি হিট । সেটা হল হ্যাম তুম। অভিনেত্রী রানী মুখোপাধ্য়ায়। এই ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন। আর পেয়েছেন একাধিক সম্মান।

Image credits: instagram
Bangla

এখনও ফ্লপ ছবি উপহার দিচ্ছেন

শেষ দশ বছরও একাধিক ছবিতে অভিনয় করেছেন সইফ আলি খান। কিন্তু সেখানেও একের পর এক ফ্লপ ছবি দিয়েছেন। যার মধ্যে রয়েছে, ভূত পুলিশ, বান্টি অউর বাবলি২, আদিপুরুষ, বিক্রম বেদা।

Image credits: instagram
Bangla

অভিনয় প্রশংসা

একের পর এক ফ্লপ ছবি করলেও সইফ আলি খানের অভিনয় প্রশংসা পেয়েছে, ওমকারা, তানাজি, এক হাসিনা থি-র মত ছবিতে।

Image credits: instagram

দেখে নিন গণপত ছবির জন্য কোন তারকা নিলেন কত কোটি, রইল পারিশ্রমিকের খোঁজ

পুজোয় নজর কাড়ুন জ্যাকলিনের স্টাইল স্টেটমেন্টে, রইল নায়িকার এথনিক লুক

দেখে নিন Bigg boss 17-র চতুর ও স্মার্ট প্রতিযোগীর তালিকায় কে কে আছেন

কলার খোসা দিয়ে তৈরি করলেন টপ, ফের অদ্ভুত সাজে উরফি, রইল তাঁর হট ছবি