Bangla

টাইগার স্রফ

ছবির প্রধান চরিত্রে আছেন টাইগার স্রফ। তিনি প্রায় ৫০ কোটি পারিশ্রমিক নিয়েছেন বলে খবর। 

Bangla

কৃতি শ্যানন

ছবিতে টাইগারের সঙ্গে জুটি বাঁধবেন কৃতি শ্যানন। তিনি পেয়েছেন ১০ কোটি টাক পারিশ্রমিক। 

Image credits: Ganapath starcast fees
Bangla

ইলি আবরাম

ইলি আবরাম নিয়েছেন ৮০ লক্ষ টাকা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইলি আবরামকে। 

Image credits: Ganapath starcast fees
Bangla

অমিতাভ বচ্চন

গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অমিতাভ বচ্চন। তিনি নিয়েছেন ১৫ কোটি। 

Image credits: Ganapath starcast fees
Bangla

ছবির বাজেট

২০০ কোটি বাজেটের ছবি গণপত। ছবিতে দেখা যাবে একাধিক খ্যাতনামা বলিস্টারকে। পুজা এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে গণপত ছবিটি। 

Image credits: Ganapath starcast fees
Bangla

ছবি মুক্তি

আজ ২০ অক্টোবর মুক্তি পেল গণপত ছবিটি। টাইগার স্রফ ও কৃতি শ্যাননের জুটি দেখা যাবে এই ছবিতে। 

Image credits: instagram
Bangla

সায়েন্স ফিকশন ছবি

বিকাশ বহেল পরিচালিত ছবি গণপত ছবিতে সায়েন্স ফিকশন ও অ্যাকশন করতে দেখা যাবে টাইগার স্রফকে। অ্যাকশন এই ছবিতে জমিয়ে রোম্যান্সও করবেন টাইগার। 

Image credits: Ganapath starcast fees
Bangla

গল্পের প্রেক্ষাপট

ধনী ও দরিদ্রের লড়াইয়ের এক অন্যরকম কাহিনি নিয়ে আসছে গণপত। প্রথমে ছবি মুক্তির কথা ছিল ডিসেম্বর মাসে। পরে দিন পরিবর্তন হয়। অবশেষে ২০ অক্টোবর মুক্তি পেল ছবিটি। 

Image credits: instagram
Bangla

কৃতি-টাইগারের প্রেম

২০৭০ সালে কাহিনি উঠে আসছে ছবিটি। ছবিতে গুড্ডুর চরিত্রে দেখা যাবে টাইগার স্রফকে। তেমনই কৃতি অভিনয় করেছে জাসসির চরিত্রে। ছবিতে উঠে আসবে কৃতি-টাইগারের প্রেম। 

Image credits: instagram
Bangla

অমিতাভের চরিত্র

ছবিতে মেন্টরের চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চন। প্রকাশ্যে আসা ছবিতে অন্যরকম সাজে দেখা গিয়েছে অমিতাভকে। মাথায় পাগড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা পরে দেখা দিয়েছেন অমিতাভ বচ্চন।

Image credits: instagram

পুজোয় নজর কাড়ুন জ্যাকলিনের স্টাইল স্টেটমেন্টে, রইল নায়িকার এথনিক লুক

দেখে নিন Bigg boss 17-র চতুর ও স্মার্ট প্রতিযোগীর তালিকায় কে কে আছেন

কলার খোসা দিয়ে তৈরি করলেন টপ, ফের অদ্ভুত সাজে উরফি, রইল তাঁর হট ছবি

সলমন থেকে রেখা- হেমা মালিনীর জন্মদিনে বসেছিল চাঁদের হাট, রইল ঝলক