ছবিতে টাইগারের সঙ্গে জুটি বাঁধবেন কৃতি শ্যানন। তিনি পেয়েছেন ১০ কোটি টাক পারিশ্রমিক।
Image credits: Ganapath starcast fees
Bangla
ইলি আবরাম
ইলি আবরাম নিয়েছেন ৮০ লক্ষ টাকা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইলি আবরামকে।
Image credits: Ganapath starcast fees
Bangla
অমিতাভ বচ্চন
গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অমিতাভ বচ্চন। তিনি নিয়েছেন ১৫ কোটি।
Image credits: Ganapath starcast fees
Bangla
ছবির বাজেট
২০০ কোটি বাজেটের ছবি গণপত। ছবিতে দেখা যাবে একাধিক খ্যাতনামা বলিস্টারকে। পুজা এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে গণপত ছবিটি।
Image credits: Ganapath starcast fees
Bangla
ছবি মুক্তি
আজ ২০ অক্টোবর মুক্তি পেল গণপত ছবিটি। টাইগার স্রফ ও কৃতি শ্যাননের জুটি দেখা যাবে এই ছবিতে।
Image credits: instagram
Bangla
সায়েন্স ফিকশন ছবি
বিকাশ বহেল পরিচালিত ছবি গণপত ছবিতে সায়েন্স ফিকশন ও অ্যাকশন করতে দেখা যাবে টাইগার স্রফকে। অ্যাকশন এই ছবিতে জমিয়ে রোম্যান্সও করবেন টাইগার।
Image credits: Ganapath starcast fees
Bangla
গল্পের প্রেক্ষাপট
ধনী ও দরিদ্রের লড়াইয়ের এক অন্যরকম কাহিনি নিয়ে আসছে গণপত। প্রথমে ছবি মুক্তির কথা ছিল ডিসেম্বর মাসে। পরে দিন পরিবর্তন হয়। অবশেষে ২০ অক্টোবর মুক্তি পেল ছবিটি।
Image credits: instagram
Bangla
কৃতি-টাইগারের প্রেম
২০৭০ সালে কাহিনি উঠে আসছে ছবিটি। ছবিতে গুড্ডুর চরিত্রে দেখা যাবে টাইগার স্রফকে। তেমনই কৃতি অভিনয় করেছে জাসসির চরিত্রে। ছবিতে উঠে আসবে কৃতি-টাইগারের প্রেম।
Image credits: instagram
Bangla
অমিতাভের চরিত্র
ছবিতে মেন্টরের চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চন। প্রকাশ্যে আসা ছবিতে অন্যরকম সাজে দেখা গিয়েছে অমিতাভকে। মাথায় পাগড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা পরে দেখা দিয়েছেন অমিতাভ বচ্চন।