Bangla

প্রেম রতন ধন পাও

১৩০ কোটি আয় করেছিল ছবিটি। সলমন খানের এই ছবির প্রথম সপ্তাহান্তের আয় গড়েছে রেকর্ড।

Bangla

পাঠান

প্রথম সপ্তাহান্তে ২৮০.৭৫ কোটি আয় করে পাঠান ছবিটি। যা বক্স অফিসে গড়েছে রেকর্ড। 

Image credits: instagram
Bangla

টাইগার ৩

চলতি বছর মুক্তি পায় টাইগার ৩। প্রথম সপ্তাহান্তের এই ছবি আয় করেছিল ১৪৮ কোটি। যা গড়েছিল রেকর্ড। 

Image credits: instagram
Bangla

গদর ২

চলতি বছরে মুক্তি পায় গদর ২। গদর ছবির সিক্যুয়েল এটি। ১৩৫ কোটি আয় করেছিল ছবিটি তাও শুধু প্রথম সপ্তাহান্তে।

Image credits: instagram
Bangla

ভারত

২০১৯ সালে মুক্তি পায় ভারত। এই ছবির প্রথম সপ্তাহান্তের আয় গড়েছে রেকর্ড। ছবিটি আয় করেছিল ১৫০ কোটি টাকা। 

Image credits: instagram
Bangla

ওয়্যার

হৃতিক ও টাইগার অভিনীত ওয়্যার আছে এই তালিকায়। প্রথম সপ্তাহান্তের আয় গড়েছে রেকর্ড। ১৬৬.২৫ কোটি আয় করেছিল ছবিটি। 

Image credits: instagram
Bangla

সুলতান

২০১৬ সালে মুক্তি পায় সুলতান। ছবির প্রথম সপ্তাহান্তের আয় ছিল ১৮০ কোটি। যা গড়েছিল রেকর্ড।

Image credits: instagram
Bangla

কেজিএফ ২

প্রথম সপ্তাহান্তের আয় রেকর্ড গড়েছিল কেজিএফ ২ ছবির। ১৯৪ কোটি টাকা আয় করেছিল ছবিটি। 

Image credits: instagram
Bangla

অ্যানিম্যাল

২৩৩ কোটি আয় করেছে অ্যানিম্যাল। প্রথম সপ্তাহান্তে এই ছবির আয় গড়েছে রেকর্ড। 

Image credits: instagram
Bangla

জওয়ান

চলতি বছরে মুক্তি পেয়েছে জওয়ান। এই ছবি প্রথম সপ্তাহান্তে আয় করেছে ২৮৬.১৬ কোটি। যা গড়েছে রেকর্ড।

Image credits: instagram

বাহুবলি থেকে লিও- প্রথম দিনে ১০০ কোটি আয় করেছে এই ১০টি ছবি, রইল তালিকা

আদিপুরুষ থেকে লিও- মুক্তি আগেই কয়টি ছবির আয় গড়েছিল রেকর্ড, রইল তালিকা

রণবীর কাপুর অভিনীত এই আটটি ছবির আয় গড়েছিল রেকর্ড, দেখে নিন কী কী

সাত পাকে বাঁধা পড়লেন রণদীপ হুডা ও লিনা, রইল তাঁদের বিয়ের অদেখা ছবি