Bangla

বাহুবলি ২

২০১৭ সালে মুক্তি পায় বাহুবলি ২। এই ছবি প্রথম দিন আয় করেছিল ২১৭ কোটি টাকা।

Bangla

কেজিএফ ২

কেজিএফ ২ মুক্তি পায় ২০২২ সালে। ১৬৪ কোটি আয় করেছিল ছবিটি। 

Image credits: Facebook
Bangla

লিও

চলতি বছরেই মুক্তি পায় লিও। ছবিটি মুক্তি পায় ১৪২ কোটি টাকা। 

Image credits: Facebook
Bangla

আরআরআর

আরআরআর মুক্তি পায় ২০২২ সালে। একাধিক ভাষায় মুক্তি পায় ছবিটি। ছবির প্রথম দিনের আয় ছিল ২৫৭ কোটি।

Image credits: Facebook
Bangla

আদিপুরুষ

আদিপুরুষ মুক্তি পায় ২০২৩ সালে। ছবিটি প্রথম দিনে আয় করেছিল ১৪০ কোটি। 

Image credits: Facebook
Bangla

শাহ

শাহ মুক্তি পায় ২০১৯ সালে। এই ছবি প্রথম দিনে আয় করেছিল ১৩০ কোটি।  

Image credits: Facebook
Bangla

পাঠান

পাঠান মুক্তি পায় ২০২৩ সালে। ছবির আয় ছিল ১০৩ কোটি টাকা। যা গড়েছিল রেকর্ড। 

Image credits: Facebook
Bangla

জওয়ান

জওয়ান মুক্তি পায় ২০২৩ সালে। ছবিটি প্রথম দিনে আয় করে ১৫০ কোটি টাকা। 

Image credits: Facebook
Bangla

২.০

২০১৮ সালে মুক্তি পায় ২.০। রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত এই ছবি প্রথম দিনে আয় করেছিল ১১০ কোটি। 

Image credits: Facebook
Bangla

অ্যনিমেল

অ্যনিমেল ছবিটি বিশ্ব বাজারে প্রথম দিনে আয় করেছে ১১০ কোটি। ১ ডিসেম্বর মুক্তি পেল ছবিটি।

Image credits: Facebook

আদিপুরুষ থেকে লিও- মুক্তি আগেই কয়টি ছবির আয় গড়েছিল রেকর্ড, রইল তালিকা

রণবীর কাপুর অভিনীত এই আটটি ছবির আয় গড়েছিল রেকর্ড, দেখে নিন কী কী

সাত পাকে বাঁধা পড়লেন রণদীপ হুডা ও লিনা, রইল তাঁদের বিয়ের অদেখা ছবি

সুস্মিতা থেকে লিন লাইশরাম- একাধিক প্রেম এসেছে রণদীপ হুডার জীবনে