২০১৭ সালে মুক্তি পায় বাহুবলি ২। এই ছবি প্রথম দিন আয় করেছিল ২১৭ কোটি টাকা।
কেজিএফ ২ মুক্তি পায় ২০২২ সালে। ১৬৪ কোটি আয় করেছিল ছবিটি।
চলতি বছরেই মুক্তি পায় লিও। ছবিটি মুক্তি পায় ১৪২ কোটি টাকা।
আরআরআর মুক্তি পায় ২০২২ সালে। একাধিক ভাষায় মুক্তি পায় ছবিটি। ছবির প্রথম দিনের আয় ছিল ২৫৭ কোটি।
আদিপুরুষ মুক্তি পায় ২০২৩ সালে। ছবিটি প্রথম দিনে আয় করেছিল ১৪০ কোটি।
শাহ মুক্তি পায় ২০১৯ সালে। এই ছবি প্রথম দিনে আয় করেছিল ১৩০ কোটি।
পাঠান মুক্তি পায় ২০২৩ সালে। ছবির আয় ছিল ১০৩ কোটি টাকা। যা গড়েছিল রেকর্ড।
জওয়ান মুক্তি পায় ২০২৩ সালে। ছবিটি প্রথম দিনে আয় করে ১৫০ কোটি টাকা।
২০১৮ সালে মুক্তি পায় ২.০। রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত এই ছবি প্রথম দিনে আয় করেছিল ১১০ কোটি।
অ্যনিমেল ছবিটি বিশ্ব বাজারে প্রথম দিনে আয় করেছে ১১০ কোটি। ১ ডিসেম্বর মুক্তি পেল ছবিটি।
আদিপুরুষ থেকে লিও- মুক্তি আগেই কয়টি ছবির আয় গড়েছিল রেকর্ড, রইল তালিকা
রণবীর কাপুর অভিনীত এই আটটি ছবির আয় গড়েছিল রেকর্ড, দেখে নিন কী কী
সাত পাকে বাঁধা পড়লেন রণদীপ হুডা ও লিনা, রইল তাঁদের বিয়ের অদেখা ছবি
সুস্মিতা থেকে লিন লাইশরাম- একাধিক প্রেম এসেছে রণদীপ হুডার জীবনে