Bollywood

ছবির পাঁচ দিনের আয়

আয়ের দিক থেকে রেকর্ড গড়ে থাকে একাধিক ছবি।  আজ রইল পাঁচ ছবির কথা। প্রথম পাঁচ দিনে রেকর্ড করা আয় করেছে এই সকল ছবি। 

Image credits: Facebook

পাঠান

পাঠান মুক্তি পায় চলতি বছরে। ২৭১ কোটি আয় করেছে ছবিটি। প্রথম পাঁচ দিনে এই আয় করেছে ছবিটি। 

Image credits: Facebook

গদর ২

২২৮.৯৮ কোটি আয় করেছিল গদর ২। মাত্র পাঁচ দিয়ে এই পরিমাণ আয় করেছিল সানি দেওল অভিনীত এই সিক্যুয়েল।  

Image credits: Facebook

জওয়ান

২৮২.৫৮ কোটি আয় করেছে জওয়ান। মাত্র পাঁচ দিনে এই পরিমাণ আয় করে রেকর্ড গড়েছে ছবিটি। 

Image credits: Facebook

অ্যানিম্যাল

পাঁচ দিনে ২৫০ কোটি আয় করে রেকর্ড গড়ল অ্যানিম্যাল। রণবীর অভিনীত এই ছবি গড়ল রেকর্ড। 

Image credits: Facebook

কিজিএফ ২

২১৯ কোটি আয় করেছে কিজিএফ ২। দক্ষিণী স্টার যশের এই ছবি গড়েছে ছবিটি।

Image credits: Facebook

অ্যানিম্যাল

অ্যানিম্যাল মুক্তি পেল ১ ডিসেম্বর। সেই থেকে খবরে আছে এই ছবিটি।

Image credits: Social Media

অ্যাংরি ইয়ং ম্যান চরিত্রে রণবীর

রণবীর নিজের চিরাচিত ইমেজ ছেড়ে অ্যাংরি ইয়ং ম্যান চরিত্রে দেখা দেন অভিনেতা। ছবিতে রণবীরের অভিনয় প্রশংসিত হয়েছে সর্বত্র।

Image credits: Social Media

অ্যানিম্যাল ছবির আয়

প্রথম দিনে ছবির মোট আয় ছিল ৬৩.৮ কোটি। শনিবার তা বেড়ে হয় ৬৬.২৭ কোটি। রবিবার ছবির সর্বোচ্চ আয় করে Animal । সেদিন আয় ছিল ৭১.৪৬ কোটি।

Image credits: Social Media

ছবির আয়

সোমবার আয় করে ৪৩.৯৬ কোটি। মঙ্গলবার আয় ছিল ৪৮.২৫ কোটি। সব মিলিয়ে পাঁচ দিনে ছবির আয় ২৮৩.৭৪ কোটি।

Image credits: Social Media