অ্যানিম্যাল ছবি
বাহুবলি ২ মুক্তি পায় ২০১৭ সালে। মাত্র ৩ দিনে ৫০০ কোটি আয় করেছিল ছবিটি।
পাঠান ছবিটিও ব্যাপক আয় করেছিল। ৫৪২ কোটি আয় করেছিল ছবিটি মাত্র ৫ দিনে। ছবিটি গড়েছিল রেকর্ড।
দক্ষিণী ছবি লিও সদ্য মুক্তি পেয়েছে। ছবিটি মাত্র ৬ দিনে ৫০২ কোটি আয় করেছে।
কেজিএফ ২ মাত্র ৪ দিনে আয় করেছিল ৫৪২ কোটি। দ্রুত ৫০০ কোটির ঘরে পা রেখেছিল ছবিটি।
আরআরআর মাত্র ৩ দিনে আয় করে ৫৭০ কোটি। ব্যাপক হিট করেছিল ছবিটি।
জওয়ান ছবিটিও রয়েছে এই তালিকায়। ৫২১ কোটি আয় করেছিল জওয়ান। ৪ দিনে ৫২১ কোটি আয় করেছিল ছবিটি।
প্রথম পাঁচ দিনে রেকর্ড করা আয় করেছে এই সকল ছবি, রইল ছবির তালিকা
এই দশ বলিউড ছবির প্রথম সপ্তাহান্তের আয় গড়েছে রেকর্ড, দেখে নিন কী কী
বাহুবলি থেকে লিও- প্রথম দিনে ১০০ কোটি আয় করেছে এই ১০টি ছবি, রইল তালিকা
আদিপুরুষ থেকে লিও- মুক্তি আগেই কয়টি ছবির আয় গড়েছিল রেকর্ড, রইল তালিকা