অক্ষয় কুমার অভিনীত সেলফি ও মিশন রানিগঞ্জ মুক্তি পায় এই বছর। এই দুই ছবিই ফ্লপ করেছে চলতি বছর। এছাড়াও মুক্তি পায় ওএমজি ২। সেই ছবিটিও তেমন সফল হয়নি।
কৃতি শ্যানন অভিনীত আদিপুরুষ ও গণপথ মুক্তি পায় বক্স অফিসে। যা মুখ হুবড়ে পড়ে বক্স অফিসে।
অভিষেক বচ্চন অভিনীত ঘুমরো মুক্তি পায় এই বছর। এই ছবিতে অভিষেকের অভিনয় নজর কাড়লেও সেভাবে সফল হয়নি।
কার্তিক আরিয়ান অভিনীত শহেজাদা মুক্তি পায় এই বছর। যা একেবারে ব্যবসা করতে পারেনি।
প্রভাস অভিনীত আদিপুরুষ মুক্তি পায় বক্স অফিসে। যা মুখ হুবড়ে পড়ে বক্স অফিসে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত তেজস নিয়ে দর্শক মনে আশা ছিল বিস্তর। কিন্তু, একেবারে সফল হয়নি।
টাইগার স্রফ অভিনীত গণপথ ছবিটিও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। ২০২৩ সালে মুক্তি পায় ছবিটি।
অর্জুন কাপুর অভিনীত ডগ এবং লেডি কিলা মুক্তি পায় ২০২৩ সালে। যা একেবারে সাফল্যের মুখ দেখেনি।
অজয় দেবগণ অভিনীত ভোলা ছবি ফ্লপ ছবির তালিকায় নাম লিখিয়েছে।
অ্যানিম্যাল থেকে পাঠান- দ্রুত ৫০০ কোটির ঘরে পা রেখেছে এই সাতটি ছবি
প্রথম পাঁচ দিনে রেকর্ড করা আয় করেছে এই সকল ছবি, রইল ছবির তালিকা
এই দশ বলিউড ছবির প্রথম সপ্তাহান্তের আয় গড়েছে রেকর্ড, দেখে নিন কী কী
বাহুবলি থেকে লিও- প্রথম দিনে ১০০ কোটি আয় করেছে এই ১০টি ছবি, রইল তালিকা