Bangla

ভাইরাল হিনা

সদ্য লাল পোশাকে দেখা গেল অভিনেত্রী হিনা খানকে। 

Bangla

ফোটোশ্যুটের ছবি

একেবারে ভিন্ন সাজে দেখা দিলেন অভিনেত্রী হিনা খান।  

Image credits: instagram
Bangla

লাল পোশাকে হিনা

তার ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েতে কয়েক মুহূর্তে। হিনার ছবি ঝড় তুলল নেট দুনিয়ায়। 

Image credits: instagram
Bangla

আকর্ষণীয় লুক

লাল রঙেরএকটি পোশাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল হিনা খানকে। 

Image credits: instagram
Bangla

হট লুক

লাল রঙের পোশাকে স্টোনের কাজ করা ছিল। স্পষ্ট দেখা যাচ্ছিল তার অন্তর্বাস। 

Image credits: instagram
Bangla

ব্যাকলেস ড্রেস

পোশাকের পিঠের অংশ ছিল পুরো খোলা। যা নিয়ে ট্রোল হতে হয় তাঁকে। 

Image credits: instagram
Bangla

মেকআপ

এদিন পোশাকের সঙ্গে ম্যাচিং করে লাল লিপস্টিক পরেছিলেন হিনা। মেকআপ ছিল ছিমছাম। 

Image credits: instagram
Bangla

হাই হিল

পায়ে থিল হাই হিল। সব মিলিয়ে তার সাজ ছিল খুবই আকর্ষণীয়।

Image credits: instagram
Bangla

ভাইরাল ছবি

এমন লাল রঙের আকর্ষণীয় পোশাকের হিনাকে দেখে বেশ চমক পেয়েছেন দর্শকেরা।

Image credits: Our own

জন্মদিনে জানা অজানা বাংলার ঘরের ছেলে অরিজিৎ সিং

২০-তেই ছড়াচ্ছেন উষ্ণতা, রইল নাইসা দেবগণের কয়টি হট ছবি

ছেলে আরিয়ানের পরিচালনায় পর্দায় আসবেন শাহরুখ

অর্পিতা ও আয়ুশের ইদ পার্টিতে ছিল চাঁদের হাট, উপস্থিত একাধিক বলি সেলেব