দুবাই থেকে অনেকেই সোনা কিনে নিয়ে আসেন, এ বিষয়ে নিয়ম কী রয়েছে জেনে নিন
Bangla

দুবাই থেকে অনেকেই সোনা কিনে নিয়ে আসেন, এ বিষয়ে নিয়ম কী রয়েছে জেনে নিন

যে কোনও ব্যক্তি চাইলেই দুবাই থেকে যত ইচ্ছা সোনা নিয়ে আসতে পারেন না। এ বিষয়ে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নিয়ম রয়েছে।

ভারতীয়রা দুবাই গেলেই কেন সেখান থেকে যতটা পারেন সোনা কিনে নিয়ে আসেন?
Bangla

ভারতীয়রা দুবাই গেলেই কেন সেখান থেকে যতটা পারেন সোনা কিনে নিয়ে আসেন?

দুবাইয়ের সোনা শুধু ভালো মানেরই হয় না, ভারতের চেয়ে কম দামেও পাওয়া যায়। এই কারণে ভারতীয়রা দুবাই থেকে সোনা কিনে আনতে বেশি আগ্রহী হন।

Image credits: Getty
দুবাই থেকে ভারতীয়রা কত পরিমাণে সোনা কিনে দেশে নিয়ে আসতে পারেন জানেন?
Bangla

দুবাই থেকে ভারতীয়রা কত পরিমাণে সোনা কিনে দেশে নিয়ে আসতে পারেন জানেন?

দুবাই থেকে অল্প পরিমাণে সোনা আনা যায়। পুরুষদের জন্য ২০ গ্রাম (৫০,০০০ টাকা পর্যন্ত) এবং মহিলাদের জন্য ৪০ গ্রাম (এক লক্ষ টাকা পর্যন্ত) সোনা বিনা শুল্কে আনার অনুমতি আছে।

Image credits: freepik
দুবাই থেকে ভারতে বিনা আমদানি শুল্কে সোনা আনতে হলে গয়না বানিয়ে নিতে হবে
Bangla

দুবাই থেকে ভারতে বিনা আমদানি শুল্কে সোনা আনতে হলে গয়না বানিয়ে নিতে হবে

দুবাই থেকে শুল্ক ছাড়া সোনা আনার শর্ত হল, সেটি গয়নার আকারে হতে হবে। আপনি যদি সোনার বিস্কুট বা কয়েন আনেন, তাহলে আমদানি শুল্ক দিতে হবে।

Image credits: freepik
Bangla

দুবাই থেকে একজন পুরুষ কত পরিমাণে সোনা নিয়ে ভারতে আসতে পারেন জানেন?

যদি কোনও ব্যক্তি ৬ মাসের বেশি সময় ধরে দুবাইয়ে থাকেন, তাহলে তিনি এক কেজি পর্যন্ত সোনা ভারতে আনতে পারেন। তবে, এর উপর আমদানি শুল্ক দিতে হবে।

Image credits: Freepik
Bangla

দুবাই থেকে ভারতে ফেরার সময় একজন মহিলা কত পরিমাণে সোনা নিয়ে আলতে পারেন?

দুবাই থেকে সোনা আনার ক্ষেত্রে মহিলারা পুরুষদের চেয়ে বেশি সুবিধা পান। তাঁরা ৪০ গ্রাম পর্যন্ত সোনা শুল্ক ছাড়াই আনতে পারেন। তবে সীমা ছাড়ালে শুল্ক দিতে হবে।

Image credits: freepik
Bangla

দুবাই থেকে আইনি পথে ভারতে সোনা আনতে কখন আদমানি শুল্ক দিতে হবে জানেন?

যদি আপনার কাছে নির্ধারিত সীমার চেয়ে বেশি সোনা থাকে, তাহলে ভারতে আনার সময় কাস্টম অফিসারকে জানাতে হবে এবং নির্ধারিত ফি দেওয়া বাধ্যতামূলক।

Image credits: Freepik
Bangla

দুবাই থেকে ভারতে বেআইনিভাবে সোনা আনতে গিয়ে ধরা পড়লে শাস্তি পেতে হবে

যদি আপনি না জানিয়ে বেশি সোনা আনার চেষ্টা করেন এবং ধরা পড়েন, তাহলে আপনার সোনা বাজেয়াপ্ত হতে পারে এবং জরিমানাও দিতে হতে পারে।

Image credits: Freepik
Bangla

দুবাই গেলেই সোনা কিনে আনার ইচ্ছা হতে পারে, তবে আইনের মধ্যে থাকা উচিত

দুবাইয়ের সোনা যত আকর্ষণীয়, ততটাই জরুরি এর নিয়মগুলি মনে রাখা। সামান্য ভুলও আপনার সমস্যা বাড়াতে পারে। তাই সব নিয়ম ভালো করে জেনে নিন।

Image credits: Freepik

Death on Flight: উড়ানে সহযাত্রীর মৃত্যু হলে পাশে দেহ নিয়েই যেতে হবে?

First Hydrogen Train: কবে থেকে দৌড়াবে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন?

প্যালেস্টাইনে পণবন্দি ছিলেন ১০ জন ভারতীয়, উদ্ধার করল ইজরায়েল সেনা

এলপিজি, বিমা, মিউচুয়াল ফান্ডে বদল, ১ মার্চ থেকে খরচ বাড়বে না কমবে?