ভোট প্রচারে কর্ণাটকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি রবিবার বিজয়পুরাতে একটি রোডশোয় অংশ নেন। আর আগে সঙ্গমনাথ মন্দিরে ও আইক্যা লিঙ্গের দর্শন করেন।
India Apr 23 2023
Author: Web Desk - ANB Image Credits:Our own
Bangla
কর্ণাটকে কংগ্রেস ১৫০
কর্ণাটক নির্বাচনে কংগ্রেস ১৫০ আসন পাবে বলেও জানান রাহুল । তিনি আরও বলেন ৪০ শতাংশ বিজেপি সরকার ৪০টি আসন পাবে।
Image credits: Our own
Bangla
বিজেপিকে নিশানা
রাহুল গান্ধী ভোট প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি বলেন কর্ণাটকের বিজেপি সরকার দুর্নীতি গ্রস্ত।
Image credits: Our own
Bangla
বিজয়পুরায় রোডশো
রাহুল গান্ধী এদিন বিজয়পুরায় একটি রোশো করেন। সেখানে তিনি প্রচুর মানুষের উপস্থিতি ছিল।
Image credits: Our own
Bangla
শেত্তারের সঙ্গে দেখা করেন রাহুল
বিজেপি থেকে কংগ্রেসের আসা প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টারের সঙ্গেও দেখা করেন। টিকিট না পেয়ে কংগ্রেসে এসেছেন তিনি।
Image credits: Our own
Bangla
লিঙ্গায়েতদের ভোট নজরে
বিধানসভা নির্বাচনের আগে লিঙ্গায়ত কাটে টানতে উদ্যোগ কংগ্রেসের। লিঙ্গায়তরা রাজ্যের জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ। এরা বিজেপির ভোটব্যাঙ্ক।
Image credits: Our own
Bangla
সঙ্গমনাথ মন্দিরে ও আইক্যা লিঙ্গের দর্শন
বিজয়পুরায় রোড শোয়ের আগে রাহুল সঙ্গমনাথ মন্দিরে ও আইক্যা লিঙ্গের দর্শন করেন। বগালাকোট জেলার কৃষ্ণা ও মালাপ্রভা নদীর সঙ্গমস্থলে অবস্থিত কুডালা সঙ্গমা একটি তীর্থক্ষেত্র।
Image credits: Our own
Bangla
বাসভ জয়ন্তী
দ্বাদশ শতাব্দীর কবি এবং সমাজ সংস্কারক বসভেশ্বরকে তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে কুডালা সঙ্গমায় তাঁর বিশ্রামস্থলে প্রণাম জানিয়েছেন, যা "বসভ জয়ন্তী" হিসাবে পালন করা হয়।
Image credits: Our own
Bangla
শিবের উপাসনা
কুডালা সঙ্গমা তার চালুক্য-শৈলীর সঙ্গমেশ্বর মন্দিরের জন্যও বিখ্যাত যেখানে এটি বিশ্বাস করা হয় যে বাসভন্ন ভগবান শিবের উপাসনা করেছিলেন।
Image credits: Our own
Bangla
রাহুলের সঙ্গে সফরে
রাহুলের সঙ্গে ছিলেন কেসি বেনুগোপাল, সিদ্দারামাইয়া, এমপবি পালিত, । মন্দিরে খাবারও খান।