ককপিটে মহিলাকে ঢুকতে দেওয়ার অভিযোগে এয়ার ইন্ডিয়া সাসপেন্ড করল দুই পাইলটকে। মহিলার কোনও অনুমতি ছিল না।
মহিলাকে দিল্লি থেকে লেহ পর্যন্ত ফ্লাইট AI-445-এর ককপিটে প্রবেশের অনুমতি দেওয়ার অভিযোগ দুই পাইলটের।
এয়ার ইন্ডিয়ার কেবিনক্রুরা অভিযোগ জানিয়েছিল দুই পাইলটের বিরুদ্ধে। তারপরই তড়িঘড়ি ব্যবস্থা এয়ার ইন্ডিয়ার।
ককপিট প্রবিধান লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় এয়ার ইন্ডিয়া।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত এবং প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার সমস্ত নিরাপত্তা-সম্পর্কিত ইভেন্টগুলির জন্য একটি ন্যায্য সংস্কৃতির দৃষ্টিভঙ্গি রয়েছে এবং ইচ্ছাকৃতভাবে প্রবিধান লঙ্ঘনের জন্য কোনও সহশীলতা দেখান হবে না।
নীতি ভাঙলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলও জানিয়েছে এয়ার ইন্ডিয়া। আরও বলেছে যাত্রীদের সুরক্ষাও সবথেকে গুরুত্বপূর্ণ।
এক আগে ককপিট নিয়মলঙ্ঘনের জন্য এয়ার ইন্ডিয়াকে ডিজিসিএ কর্তৃক ৩০ লাখ রুপি জরিমানা করেছিল।
জরিমানা দেওয়ার মাত্র এক মাস পরে আবারও ককপিটের নিময় লঙ্ঘনের দায় গিয়ে পড়ল এয়ার ইন্ডিয়ার ওপর।