ওড়িশার ট্রেন দুর্ঘটনা স্থলে এখনও পচা গন্ধ। যা নিয়ে স্থানীয় ও রেল যাত্রীদের মধ্যে উদ্ধেগ তৈরি হচ্ছে।
India Jun 09 2023
Author: Web Desk - ANB Image Credits:Our own
Bangla
শুক্রবার রেলের বক্তব্য
শুক্রবার রেল কর্তৃপক্ষ এই নিয়ে বক্তব্য পেশ করেছে। রেলের এক আধিকারিক জানিয়েছে দুর্ঘটনাস্থল যে দুর্গন্ধ ছড়াচ্ছে তা পচা গলা মানুষের মৃতদেহের নয়।
Image credits: stockPhoto
Bangla
বাহানাগার বাসিন্দাদের অভিযোগ
বাহনগা বাজার রেলওয়ে স্টেশনের কাছে বসবাসকারীদের অভিযোগ একটি কোচ থেকে দুর্গন্ধ আসছে এবং কিছু লাশ এখনও সেখানে থাকতে পারে।
Image credits: stockPhoto
Bangla
অভিযোগের প্রেক্ষিতে সরকারি তল্লাশি
অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সহায়তায় তল্লাশি চালায় রেল।
Image credits: stockPhoto
Bangla
রেলের বক্তব্য
দক্ষিণ পূর্ব রেলওয়ের CPRO আদিত্য কুমার চৌধুরী বলেছেন এটি পচা ডিমের গন্ধ, মানুষের দেহ নয়, স্টেশনেও দুর্গন্ধ রয়েছে। আমরা NDRF থেকে দুবার সাইট ক্লিয়ারেন্স পেয়েছি
Image credits: stockPhoto
Bangla
ডিমের গন্ধ
পার্সেল ভ্যানে প্রায় তিন টন ডিম যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসে পরিবহন করা হচ্ছিল। দুর্ঘটনার কারণে সমস্ত ডিম পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল।
Image credits: stockPhoto
Bangla
ডিম সরানো হয়েছে
দুর্ঘটনাস্থল থেকে তিনটি ট্রাক্টরে করে সব ডিম সরিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। তেমনই দাবি আধিকারিকের।
Image credits: stockPhoto
Bangla
রেলের ক্ষতিপুরণ
রেল কর্তৃপক্ষ জানিয়েছে মৃতদের পরিবার পিছু রেল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ২২.৬৬ কোটি টাকা দিয়েছে। পরিবার পিছু ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
Image credits: stockPhoto
Bangla
স্কুলে মর্গ নিয়েও সমস্যা
অস্থায়ী মর্গ বাহানাগা স্কুল। জড়ো করা হয়েছিল ওড়িশার ট্রেন দুর্ঘটনায় নিহতদের দেহ আর দেহাংশ। তাই নিয়ে বিপত্তি ওড়িশা শিক্ষা দফতরের
Image credits: stockPhoto
Bangla
লাশের স্কুলে যাবে না
পড়ুয়া আর শিক্ষার্থীরা লাশের স্কুলে আর যাবে না বলেও জানিয়েছে। তাই স্কুল ভাঙে নতুন করে তৈরির বিষয়ে কথাবার্তা শুরু হয়েছে বলে সূত্রের খবর।