মুসলিম ক্যালেন্ডারের প্রথম মাস হল মহরম। এই মাধ্যমেই হিজরি সাল শুরু। মহরম মাস শুরুর ১০ দিন পরেই প্রাণ গিয়েছিল ইমামের। এই দিনই পালন করা হয় দুঃখের পরব মহরম
মুসলিমদের মধ্যে দুটি সম্প্রদায় রয়েছে- সিয়া আর সুন্নি। আশুরাক দিন শিয়ারা তাজিয়া নিয়ে বার হয়। সুন্নিরা অন্যভাবে পালন করে এই উৎসব। তারা নহরম মাসের শুরু থেকে ১০ দিন রোজা রাখে।
৬৮০ খ্রিষ্টাব্দে বাগদাদ থেকে ১২০ কিলোমিটার দূরে কারবালার ময়দানে যুদ্ধের মুখোমুখি হওয়ার কথা ছিল যুযুধান দুই বাহিনীর।যুদ্ধ শুরুর আগে ইমাম হোসেন দলের লোকেদের সঙ্গে নামাজ পড়ছিলেন।
সেই সময়ই অতর্কিতে হামলা চালায় ইয়াজিদ। একসঙ্গে ৭২ জনের মৃত্যু হয়। তবে ইমাম পালিয়ে যান। কিন্তু মরুভূমিতে জল ও খাবারের অভাবে মারা যান, সেই থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ আশুরা পালন করে
মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ এবং সমস্ত ইসলামিক দেশকে তার বরকত বর্ষণ করুক। মোহরম মোবারক
মহরমের শুভ দিনে আল্লাহ আপনার স্বাস্থ্যের উন্নতি করুক। শান্তি ও সুখ দান করুন। পরিবারের সকলে থাকুন আনন্দে। মোহরম মোবারক
এই নতুন বছরটি বিশ্বে অনেক শান্তি, সমৃদ্ধি ও সুখ নিয়ে আসুক। আল্লাহ রক্ষা করুক সকলকে। রইল মহরমের শুভেচ্ছা
আপনার ও আপনার পরিবারের সুখ ও মঙ্গল প্রার্থনা করি। আপনাদের সকলের জীবন হয়ে উঠুক সুন্দর। রইল মহরমের শুভেচ্ছা
আল্লাহ আপনাকে মহররমের ওপর দোয়া করুক- ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস ও বছরের চারটি পবিত্র মাসের একটি। রইল শুভেচ্ছা
হিজরি নববর্ষ শুরু হওয়ার সঙ্গে আসুন আমরা প্রার্থনা করি য়ে এটি এক বছর শান্তি, সুখে পরিপূর্ণ করে তুলবে। রইল মহরমের শুভেচ্ছা