Bangla

নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া

কবি ও রাজনীতিবিদ সরোজিনী নাইডু, ভারতীয় কোকিল বা দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিতি লাভ করেছিলেন। গান্ধীজি তাঁকে আদর করে ডাকতেন 'মিকি মাউস'।

Bangla

নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া : সরোজিনী নাইডু

১৮৭৯সালের  ১৩ ফেব্রুয়ারি  হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। তিনি মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান

Image credits: Getty
Bangla

নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া : সরোজিনী নাইডু

ইংল্যান্ড থেকে ফেরার পর হায়দ্রাবাদের ড. মতিয়ালা গোবিন্দরাজলু নাইডুর সঙ্গে তাঁর বিয়ে হয়।তাঁর ৪ সন্তানের মধ্যে পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছিলেন

Image credits: Getty
Bangla

স্বাধীনতা আন্দোলনের নেত্রী সরোজিনী নাইডু

১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত হন, স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। তৎকালীন সকল রাজনৈতিক নেতাদের সংস্পর্শে আসেন। সাধারণ মানুষের কাছে ‘বুলবুলে হিন্দ’ হিসেবে পরিচিত হন

Image credits: Getty
Bangla

জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি : সরোজিনী নাইডু

মহাত্মা গান্ধীর অনুসারী সরোজিনী ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, সরোজিনী নাইডু ছিলেন সত্যাগ্রহ ও সংগঠনে একজন দক্ষ সেনাপতি

Image credits: Getty
Bangla

জাতীয় আন্দোলনের নেত্রী

তিনি জাতীয় আন্দোলনের নেতৃত্ব দেন ১৯৩০ সালের ২৬শ জানুয়ারি জাতীয় কংগ্রেস ভারতের স্বাধীনতা ঘোষণা করা হয়। এই কারণে গান্ধিজি ও সরোজিনী নাইডুকে গ্রেফতার করা হয়।

Image credits: Getty
Bangla

স্বাধীনতা আন্দোলনের নেত্রী সরোজিনী নাইডু

১৯৪২ সালের ২ অক্টোবর ভারত ছাড়ো আন্দোলনে জড়িত থাকার জন্য তাঁকে গ্রেফতার করা হয়। ১৯৪৭ খ্রিষ্টাব্দের মার্চ মাসে এশিয়ান রিলেশন্স কনফারেন্সে স্টিয়ারিং কমিটিতে তিনি সভাপতিত্ব করেন।

Image credits: Getty
Bangla

বীরঙ্গনা সরোজিনী নাইডু

সরোজিনী তাঁর বাগ্মিতার জন্য খ্যতিমান ছিলেন। ভারতের স্বাধীনতা লাভের পর সরোজিনী নাইডু ভারতের উত্তর প্রদেশের গভর্নর নিযুক্ত হন এবং আমৃত্যু এ পদে দায়িত্ব পালন করেন। 

Image Credits: Getty