Bangla

হামাসের একমাত্র মহিলা জঙ্গি

হামাসের একমাত্র মহিলা জঙ্গি জামিলা। জানুন কে এই মহিলা। তার কাজ কী করে। হামাস সূত্রের খবরস সংগঠনের শীর্ষ স্থানীয় নেত্রী ছিলেন জামিলা। তাকে নিকেশ করেছে বলে দাবি ইজরায়েলের।

Bangla

নিহত হয়েছেন জামিলা

বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ইজরায়েলের বিমান হানায় ভোরবেলা নিহত হয়েছেন হামাসের প্রথম সারির নেত্রী। তবে হামাস এখনও কিছু জানায়নি

Image credits: Getty
Bangla

জামিলাই প্রথম

জামিলা আল - শান্তি। হামাসের রাজনৈতিক ব্যুরোর নির্বাচিত প্রথম মহিলা। ২০২১ সালে নির্বাচিত হন।

Image credits: Getty
Bangla

জামিলার স্বামী

হামালের সহ প্রতিষ্ঠাতা আবদেল আজিজ আল রান্টিসি ছিলেন জামিলার স্বামী। ২০০৪ সালে ইজরায়েলের বিমান হানায় তাঁর মৃত্যু হয়।

Image credits: Getty
Bangla

ইজরায়েলের বিমান হানায় নিহত

এই সপ্তাহের শুরুর দিকে ইজরায়েলের বিমান হানায় গাজায় নিহত হয়েছিল হয়েছে হামাসের কমান্ডার আয়মান নোফাল।

Image credits: Getty
Bangla

কোনঠাসা গাজা

ইজরায়েলের টানা আক্রমণের রীতিমত কোনঠাসা অবস্থা গাজার। ইজরায়েলের অবরোধে গাজায় খাবার জল বিদ্যুতের হাহাকার রয়েছে।

Image credits: Getty
Bangla

যুদ্ধের বলি

ইজরায়েল প্যালেস্টাইনের এই দ্বন্দ্বে এখনও পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Image credits: Getty
Bangla

যুদ্ধের ছায়া

দুই দেশের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নষ্ট হচ্ছে একাধিক ঘরবাড়ি। হাসপাতাল ও স্কুলও নষ্ট হয়েছে।

Image credits: Getty

Israel Palestine Conflict: কোন পথে যুদ্ধের অর্থ পাচ্ছে হামাসরা

এই মহিলা সেনার বুকের খাঁজে - কোমরের ভাঁজে মজে গোটা দেশ

Gaza in turmoil: ইজরায়েলের হামলায় ধ্বংস্তূপ গাজা, দেখুন ছবিতে

Israel War: হামাস-বাহিনী ঠেকাতে ইজরায়েলকে প্রচুর অস্ত্র পাঠাল আমেরিকা