হামাসের একমাত্র মহিলা জঙ্গি জামিলা। জানুন কে এই মহিলা। তার কাজ কী করে। হামাস সূত্রের খবরস সংগঠনের শীর্ষ স্থানীয় নেত্রী ছিলেন জামিলা। তাকে নিকেশ করেছে বলে দাবি ইজরায়েলের।
World News Oct 19 2023
Author: Saborni Mitra Image Credits:Getty
Bangla
নিহত হয়েছেন জামিলা
বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ইজরায়েলের বিমান হানায় ভোরবেলা নিহত হয়েছেন হামাসের প্রথম সারির নেত্রী। তবে হামাস এখনও কিছু জানায়নি
Image credits: Getty
Bangla
জামিলাই প্রথম
জামিলা আল - শান্তি। হামাসের রাজনৈতিক ব্যুরোর নির্বাচিত প্রথম মহিলা। ২০২১ সালে নির্বাচিত হন।
Image credits: Getty
Bangla
জামিলার স্বামী
হামালের সহ প্রতিষ্ঠাতা আবদেল আজিজ আল রান্টিসি ছিলেন জামিলার স্বামী। ২০০৪ সালে ইজরায়েলের বিমান হানায় তাঁর মৃত্যু হয়।
Image credits: Getty
Bangla
ইজরায়েলের বিমান হানায় নিহত
এই সপ্তাহের শুরুর দিকে ইজরায়েলের বিমান হানায় গাজায় নিহত হয়েছিল হয়েছে হামাসের কমান্ডার আয়মান নোফাল।