হামাসরা এই দেশে অস্ত্রও ব্যবহার করছে। যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক হওয়ার ইঙ্গিত বিশেষজ্ঞদের।
হামাস জঙ্গিদের হাতে রয়েছে উত্তর কোরিয়ার তৈরি মারাত্মক অস্ত্র। যা যুদ্ধের ভয়ঙ্কর পরিণতির ইঙ্গিত দিচ্ছে। ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সেই অস্ত্রই ব্যবহার করছে।
হামাসদের যেসব অস্ত্র আর ভিডিও ইজরায়েল বাজেয়াপ্ত করেছে তার অধিকাংশই উত্তর কোরিয়ার তৈরি। তাতেই ইজরায়েলের দাবি কিম জং উনের দেশ হামাসদের অস্ত্র বিক্রি করছে।
উত্তর কোরিয়ার দুই মিলেটারি ইন্টেলিজেন্স দাবি করেছে হামাস জঙ্গিরা যে F-7 রকেট চালিত গ্রেনেড ব্যবহার করেছে সেগুলি কিমের দেশে তৈরি।
F-7 রকেটের মাধ্যমে যে গ্রেনেড ছোঁড়া হয় যা মূলত টার্গেট করে স্থলযুদ্ধ যানকে। এজাতীয় অস্ত্র প্রচুর রয়েছে হামাসদের হাতে।
অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞের মত উত্তর কোরিয়া সঙ্গে হামাসদের সম্পর্ক খুব ভাল। দীর্ঘ দিন ধরেই তলে তলে সম্পর্ক ছিল। অস্ত্র প্রশিক্ষণও দিয়েছিল উত্তর কোরিয়া।
কিম জং উন দীর্ঘ দিন ধরেই উত্তর কোরিয়ার সমর্থক। পাঁচ বছর আগে সরাসরি প্যালেস্টাইন ইস্যুতে মুখ খুলেছিলেন কিম। সেই সময় প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন।
উত্তর কোরিয়ার কাছে হামাসরা নয়, ইজরায়েলই জঙ্গি দেশ। তারাই প্যালেস্টাইনীয়দের অধিকার কেড়ে নিচ্ছে।
ইজরায়েল হল পারমাণবিক অস্ত্র রাখার একমাত্র আইনি স্বীকৃতি পাওয়া দেশ। আমেরিয়া এটি কন্ট্রোল করে। দাবি উত্তর কোরিয়ার। প্রয়োজনে আরও অস্ত্র দিতে পারে বলে কিম, অনুমান বিশেষজ্ঞদের।