বর্ষাকালে কখনও রোগ, কখনও বৃষ্টি- আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে ত্বকের সমস্যা দেখা দেয়। তাই বর্ষকালে ত্বক পরিষ্কার রাখা জরুরি।
বর্ষকালে আবহাওয়ার দরুন ত্বকে মৃত কোষ তৈরি হয়। তাই সেগুলি ঘরোয়া উপায় নিয়মিত পরিষ্কার করুন।
বর্ষাকালে সংক্রমণ বাড়ে। সেই কারণে বারবার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
বর্ষকালে মুখ ধোয়ার জন্য জলের পরিবর্তে লেবুর রস, গোলাপ জল, অ্যালোভেরা জেল দিয়ে মুখ পরিষ্কার করলে উপকার পাবেন।
বর্ষাকালে ত্বকের জন্য অপরিহার্য হল টোনার। নিজের একটা নির্দিষ্ট সময় টোনার ব্যবহার করুন। গোলাপ জল টোনারের কাজ করে।
বর্ষাকালে মেকআপ একদম বেশি মেকআপ করবেন না। তাতে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।
বর্ষাকালে মেকআপ করলেও তা ভাল করে তুলে ফেলতে হবে। মেকআপ তোলার পর অবশ্যই টোনার ব্যবহার করুন।
বর্ষকালে শরীরকে ডিআইড্রেট রাখতে প্রচুর জল খান। তাহলে ত্বক ভাল থাকবে।
বর্ষকালে ত্বকের সমস্যা দূর করার জন্য নিমপাতার জল ব্যবহার করুন। তাতে ত্বক পরিষ্কার আর উজ্জ্বল থাকে।
বর্ষাকালে ত্বক অনুযায়ী নিয়মিত ফেসপ্যাক লাগান। সপ্তাহে এক দিন লাগাতেই পারেন। তবে বর্ষাকালে তৈলাক্ত কোনও কিছু ব্যবহার না করাই শ্রেয়।