Bangla

বর্ষাকালে ত্বক

বর্ষাকালে কখনও রোগ, কখনও বৃষ্টি- আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে ত্বকের সমস্যা দেখা দেয়। তাই বর্ষকালে ত্বক পরিষ্কার রাখা জরুরি।

Bangla

ত্বকের ছিদ্র পরিষ্কার রাখুন

বর্ষকালে আবহাওয়ার দরুন ত্বকে মৃত কোষ তৈরি হয়। তাই সেগুলি ঘরোয়া উপায় নিয়মিত পরিষ্কার করুন।

Image credits: Getty
Bangla

ত্বক পরিষ্কার রাখুন

বর্ষাকালে সংক্রমণ বাড়ে। সেই কারণে বারবার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

Image credits: Getty
Bangla

জলের পরিবর্তে

বর্ষকালে মুখ ধোয়ার জন্য জলের পরিবর্তে লেবুর রস, গোলাপ জল, অ্যালোভেরা জেল দিয়ে মুখ পরিষ্কার করলে উপকার পাবেন।

Image credits: Getty
Bangla

টোনার ব্যবহার করুন

বর্ষাকালে ত্বকের জন্য অপরিহার্য হল টোনার। নিজের একটা নির্দিষ্ট সময় টোনার ব্যবহার করুন। গোলাপ জল টোনারের কাজ করে।

Image credits: Getty
Bangla

মেকআপ নয়

বর্ষাকালে মেকআপ একদম বেশি মেকআপ করবেন না। তাতে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

Image credits: Getty
Bangla

মেকআপ তোলার নিয়ম

বর্ষাকালে মেকআপ করলেও তা ভাল করে তুলে ফেলতে হবে। মেকআপ তোলার পর অবশ্যই টোনার ব্যবহার করুন।

Image credits: Getty
Bangla

জল খান

বর্ষকালে শরীরকে ডিআইড্রেট রাখতে প্রচুর জল খান। তাহলে ত্বক ভাল থাকবে।

Image credits: Getty
Bangla

নিমপাতার ব্যবহার

বর্ষকালে ত্বকের সমস্যা দূর করার জন্য নিমপাতার জল ব্যবহার করুন। তাতে ত্বক পরিষ্কার আর উজ্জ্বল থাকে।

Image credits: Getty
Bangla

নিয়মিত ফেসপ্যাক

বর্ষাকালে ত্বক অনুযায়ী নিয়মিত ফেসপ্যাক লাগান। সপ্তাহে এক দিন লাগাতেই পারেন। তবে বর্ষাকালে তৈলাক্ত কোনও কিছু ব্যবহার না করাই শ্রেয়।

Image credits: Getty

দিনে একবার খাবার খান শ্বেতা, জেনে নিন ৪২ বছর বয়সে ফিট থাকার রহস্য

Tomato Benefits: ব্রণর দাগ দূর করে নিমেষে ত্বককে উজ্জ্বল করবে টমেটো

Fiteness Funda: এমন ৯ খাবার যা আপনাকে দেবে মেদহীন চিকন পেট

গোলাপী ও মসৃণ ঠোঁটের জন্য চাই শুধু এক টুকরো বরফ