মেকআপ বা মুখে লেগে থাকা তেল অথবা কোনও নোংরা তুলতে হালকা ক্লিনজার ব্যবহার করুন। এমনকি টমাটোর রস অথবা আলোভেরার কাঁচা জেলি ব্যবহার করতে পারেন। এতে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়
Fashion beauty Jun 30 2023
Author: Web Desk - ANB Image Credits:Getty
Bangla
চিনি মাখতে পারেন
দানা-দানা এক জল জলওয়ালা চিনি মাখুন। এটা স্ক্রাব হিসাবে দুরন্ত কাজ করে। এমনকী ত্বকের ক্ষত ঢাকতেও সাহায্য করে এবং মৃত সেলকে সরিয়ে ফেলতে কাজ করে
Image credits: Getty
Bangla
চাল ধোয়া জল
রাতভর চাল ডলে ডুবিয়ে রেখে সকালে সেই চাল ধোয়া জল বোতলে ভরে নিয়ে ২-৩ দিন রাখুন। জলটা একটু ফ্যাগমেন্টেড হলে, ওই জল দিয়ে রোজ স্নানের আগে এবং শুতে যাওয়ার আগে মুখে এবং হাতে-পায়ে মাখুন।
Image credits: Getty
Bangla
মাখুন মধু
মধুও ভালো ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। ভালো করে মুখে ও শরীরের বিভিন্ন স্থানে মধু মাখুন এবং তা অন্তত ২০ থেকে ৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন
Image credits: Getty
Bangla
টমাটো রস ও লেবুর রস
ত্বক থেকে ডেড সেলকে সারিয়ে তুলতে এদের জুড়ি মেলা ভার। ভালো ও উজ্জ্বল ত্বকের রহস্যও এই দুই রসেও লুকিয়ে আছে
Image credits: Getty
Bangla
গোলাপের তেল
এতে থাকে ওমেগা-৩, ভিটামিন-ই এবং ভিটামিন-এ। এটা ত্বকের মধ্যে লুকিয়ে থাকা ক্ষত এবং দাগ, খসখসে চামড়াকে খুব সহজেই সারিয়ে ফেলে। আর এই তেলের সুবাদে ত্বক হয়ে ওঠে সুন্দর ও উজ্জ্বল
Image credits: Getty
Bangla
কিছু কেমিক্যাল ব্যবহার করা যেতে পারে
কেমিক্যালের মধ্যে এএইচএ ও বিএইচএ ত্বকে লাগাতে পারেন। এগুলো সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে
Image credits: Getty
Bangla
ভালো টোনার ব্যবহার করুন
টোনার তো অনেকেই ব্যবহার করেন। দেখে নিন টোনারে পিএইচ-এর লেভেলটা কতটা রয়েছে
Image credits: Getty
Bangla
লাইটওয়েট হাইড্রেটিং সিরাম
সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে এই ধরনের সিরাম খুব কাজে দেয়