Bangla

পুষ্ঠিগুণের অভাব দেখা দিতে পারে

জাঙ্ক ফুডে প্রচুর মাত্রায় ক্যালোরি থাকে। সেই সঙ্গে থাকে চিনি এবং অস্বাস্থ্যকর চর্বি। প্রতিনিয়ত যদি শরীরে এই খাদ্যগুণগুলোর অভাব প্রকট হতে থাকে, তাহলে একদিন তা বিপদ ডেকে আনতে পারে

Bangla

ওজন বাড়া এবং ওবেসিটি

প্রবল মাত্রায় ক্যালোরি কিন্তু পুষ্টিগুণে এক্কেবারে জিরো- জাঙ্ক ফুডের এমন মার্কশিটেই বোঝা যায় মাত্রারিক্ত এর গ্রহণ শরীরকে কতটা সমস্যায় ফেলতে পারে। জাঙ্ক ফুড খেলে ওবেসিটিও বেড়ে যায়।

Image credits: Getty
Bangla

ক্রনিক রোগের আশঙ্কা বাড়ে

অত্যাধিক মাত্রায় জাঙ্ক ফুডের আহার শরীরে ক্রনিক রোগের প্রাধান্য বাড়ায়। এরমধ্যে যেমন টাইপ টু ডায়াবেটিস, বিশেষ কিছু ক্যানসার রয়েছে

Image credits: Getty
Bangla

হৃদযন্ত্রের স্বাস্থ্য নষ্ট করে

উচ্চমাত্রার ট্রান্স ফ্যাট এবং অস্বাস্থ্যকর চর্বি এই জাঙ্ক ফুডে পাওয়া গিয়েছে। এই উপাদানগুলি হৃদযন্ত্রের পক্ষে ক্ষতিকারক। রোজ জাঙ্ক ফুড খেতে থাকলে হৃদযন্ত্রে তার প্রভাব পড়তে বাধ্য 

Image credits: Getty
Bangla

হজমে গণ্ডগোল

অত্যাধিক মাত্রায় জাঙ্ক ফুড গ্রহণ হজমে সমস্যা তৈরি করে। এতে ফাইবারের মাত্রাও কম থাকে ফলে পেটের সমস্য বাড়িয়ে দেয়।  প্রচুর মাত্রায় অ্যাডিডিটিভস ও প্রিসারভেটিভস থাকে।

Image credits: Getty
Bangla

মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে

জাঙ্ক ফুডের জন্য মস্তিষ্কে প্রভাব পড়তে পারে। যে জাঙ্ক ফুডে এমন কিছু রাসায়নিক থাকে যা সরাসরি মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে। এরজন্য মানসিক হতাশা-র মতো সমস্যা দেখা দিতে পারে

Image credits: Getty
Bangla

টাইপ ২ ডায়াবেটিসের আশঙ্কা বাড়ে

জাঙ্ক ফুডে প্রচুর মাত্রায় অস্বাস্থ্যকর চর্বি, চিনি থাকে। এটা শরীরকে ইনুসুলিনের বিরুদ্ধে কাজ করতে উদ্যত করে। ইনুসুলিনের মাত্রা কমে গেলে বেড়ে যেতে পারে টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা

Image credits: Getty
Bangla

দাঁতের সমস্যা

জাঙ্ক ফুড মাত্রারিক্ত খেলে দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জাঙ্ক ফুডে থাকা রাসায়নিক দাঁতের ক্ষয়ের মাত্রা বাড়িয়ে দেয় এবং ক্যাভিটি তৈরি করে দেয়। এমনকী গাম ডিজিজ হওয়ার আশঙ্কা থাকে।

Image credits: Getty
Bangla

শরীরে এনার্জির মাত্রা কমায়

জাঙ্ক ফুডে এতটাই শর্করার মাত্রা থাকে যে তা শরীরে একটা ক্লান্তি তৈরি করে এবং শরীর জুড়ে একটা ম্যাজম্যাজে ভাব বজায় রাখে। এর ফলে শরীরে ফূর্তি কমে যায় এবং শরীরে এনার্জি বজায় থাকে না

Image credits: Getty
Bangla

অবৈজ্ঞানিক খাদ্যাভাস এবং নেশার ঘোরের মত অবস্থা

জাঙ্ক ফুডের মাত্রারিক্ত শর্করা এবং এতে থাকা অস্বাস্থ্যকর চর্বি, রাসায়নিক ফ্লেভার- শরীরে একটা অবৈজ্ঞানিক খাদ্যাভাসের জন্ম দেয়। যার জেরে শরীরে একটা নেশার ঘোরের মতো অবস্থা তৈরি হয়। 

Image credits: Getty

বর্ষার সময় কোনও সবজি কেনার সময় থাকতে হবে সচেতন

দুধের সঙ্গে শিশুদের এইখাবারগুলি দিন, পেট ভরা থাকবে স্বাস্থ্য ভাল হবে

চিনি খাওয়া বারন! জেনে নিন মিষ্টি না দিয়েই কীভাবে বানাবেন প্রোটিন বল

বর্ষায় স্ন্যাক্সে খান ভুট্টা, পাবেন অনেক স্বাস্থ্য উপকারিতা