Bangla

বর্ষায় দই খাওয়া: উপকারী না ক্ষতিকর?

দই খেতে আমরা সবাই ভালোবাসি। কিন্তু বর্ষাকালে দই খাওয়া কী উপকারী? জানুন বিশদে। 

Bangla

বর্ষায় শরীরে যেসব পরিবর্তন হয়

বর্ষাকালে আবহাওয়া আর্দ্র এবং কিছুটা ঠান্ডা থাকে। এই আবহাওয়ায় হজম শক্তি কিছুটা দুর্বল হয়ে পড়ে। তাই এই ঋতুতে কী খাবেন এবং কী এড়িয়ে চলবেন সে বিষয়ে বিশেষ যত্ন নিতে হয়।

Image credits: social media
Bangla

দই — পুষ্টিকর না ক্ষতিকর?

দই হলো প্রাকৃতিক প্রোবায়োটিক। এতে উপকারী ব্যাকটেরিয়া থাকে যা হজমের জন্য উপকারী। তবে বর্ষাকালে দই খাওয়া কখনও কখনও সমস্যার সৃষ্টি করতে পারে।

Image credits: Pinterest
Bangla

বর্ষায় দই খেলে কী উপকার হয়?

দই হজম ক্রিয়া উন্নত করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সর্দি-কাশি থেকে সুরক্ষা দিতে পারে যদি সঠিক পদ্ধতিতে খাওয়া হয়।

Image credits: Pinterest
Bangla

বর্ষায় দই খাওয়া কখন এড়িয়ে চলবেন?

আর্দ্র আবহাওয়ায় দই সহজেই টক হয়ে যায়। টক দই সর্দি, কাশি বা গলার সমস্যার কারণ হতে পারে। যাদের সর্দি বা অ্যালার্জির সমস্যা আছে, তাদের দই এড়িয়ে চলা উচিত।

Image credits: Pinterest
Bangla

দই খাওয়ার সঠিক উপায়

দই দিনের প্রথম ভাগে (সকালে বা দুপুরে) খাওয়া উচিত। সন্ধ্যায় বা রাতে দই এড়িয়ে চলা উচিত। দইয়ের সাথে হলুদ, চিনি বা জিরা মিশিয়ে খেলে সর্দি থেকে সুরক্ষা পাওয়া যেতে পারে।

Image credits: Pinterest

চুলের ভালো স্বাস্থ্যের জন্য ডায়েটে রাখুন বায়োটিন সমৃদ্ধ খাবার

স্ট্রিট স্টাইল মোমোর চাটনি বানিয়ে ফেলুন ঘরে বসেই, রইল টিপস

বর্ষায় ইমিউনিটি বাড়াবে ব্রকলি স্যুপ, কীভাবে বানাবেন? রইল সহজ টিপস

Health Advisory: সামোস-জিলিপি খাওয়ার আগে সতর্ক হোন, নির্দেশিকা জারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের