Bangla

কিনতে হবে না বাইরে থেকে, ঘরেই বানান ব্রেডক্রাম্ব

বাড়িতেই এক নিমেষে বানিয়ে ফেলুন চটজলদি ব্রেডক্রাম্ব। রইল টিপস। 

Bangla

ব্রেডক্রামের জন্য তাজা বা পুরনো রুটি

 ব্রেডক্রাম্ব বানানোর জন্য তাজা বা পুরনো দুই ধরনের রুটিই ব্যবহার করতে পারেন। চাইলে সাদার সাথে রুটির বাদামি অংশটিও ব্রেডক্রাম্ব বানানোর জন্য ব্যবহার করতে পারেন।

Image credits: social media
Bangla

মি়ক্সার গ্রাইন্ডারে দিন রুটি

এবার রুটির কিনারা কেটে মি়ক্সার গ্রাইন্ডারে রুটি দিন। সাথে অল্প লবণ দিন কারণ লবণ আর্দ্রতা শুষে নেয়। যদি রুটি ভেজা থাকে তাহলে সামান্য শুকনো ময়দাও দিতে পারেন।

Image credits: social media
Bangla

পালস মোডে চালান মিক্সি

যদি রুটি পুরনো হয় তাহলে ময়দা দেবেন না এবং মিক্সি পালস মোডে চালান। এতে ব্রেডক্রাম্ব ফুসফুসে হবে।

Image credits: social media
Bangla

যেকোনো রুটি ব্যবহার করুন

ব্রেডক্রাম্ব বানাতে শুধু সাদা রুটি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনি মাল্টিগ্রেইন আটা রুটি, বাদামি রুটি বা আটার টোস্টও ব্যবহার করতে পারেন। 

Image credits: social media
Bangla

শুকিয়ে বানান ব্রেডক্রাম্ব

আপনি যেকোনো ধরনের রুটি শুকিয়েও ব্রেডক্রাম্ব বানাতে পারেন। তাজা রুটিকে কয়েকদিন শুকিয়ে নিন এবং তারপর মিক্সার গ্রাইন্ডার পালস মোডে চালিয়ে ব্রেডক্রাম্ব বানান। 

Image credits: social media

Monsoon Special Food: বর্ষায় শরীর-স্বাস্থ্য ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি

খালি পেটে তরমুজ খেলে মিলবে একাধিক উপকার, জেনে নিন কী কী

Corn Recipe: বর্ষার দিনে ঘরেই বানিয়ে ফেলুন মনপছন্দ চিজি কর্ন, রইল টিপস

Ahmedabad Special Food: খবরের শিরোনামে আহমেদাবাদ, জানেন এখানকার জনপ্রিয় খাবার কোনগুলি?