Bangla

ভিজিয়ে রাখা বাদাম খাওয়া কি ঠিক?

Bangla

আপনি কিভাবে বাদাম খান?

বাদাম রাতে ভিজিয়ে সকালে খোসা ছাড়িয়ে খান?

Image credits: Getty
Bangla

বাদাম ভেজাবেন না

সার্টিফাইড পুষ্টিবিদ নন্দিনী আগরওয়াল বলেন, বাদাম ভিজিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। বাদাম ভিজিয়ে রাখলে ফাইটিক অ্যাসিড কমে যায়।

Image credits: FreePik
Bangla

ফাইটিক অ্যাসিডের উপকারিতা

ফাইটিক অ্যাসিডে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং ক্যান্সার প্রতিরোধী উপাদান রয়েছে। ভিজিয়ে রাখা বাদামে ফাইটিক অ্যাসিড থাকে না।

Image credits: FreePik
Bangla

বাদামের খোসাও উপকারী

অনেকে ভিজিয়ে রাখা বাদাম খাওয়ার আগে খোসা ছাড়িয়ে ফেলেন। কিন্তু বাদামের খোসাতেও অনেক পুষ্টিগুণ থাকে।

Image credits: FreePik
Bangla

বাদামের খোসার উপকারিতা

বাদামের খোসাতে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড ইত্যাদি থাকে যা শরীর থেকে ফ্রি র‍্যাডিকেল দূর করে হৃদপিণ্ডকে সুস্থ রাখে।

Image credits: Getty
Bangla

কিভাবে বাদাম খাবেন?

আপনি বাদাম ভেজাবেন না, স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। যদি খেতে অসুবিধা হয়, তাহলে বাদাম ভিজিয়ে খোসা ছাড়াবেন না।

Image credits: Getty

ফ্যাটি লিভারের সমস্যা দূর করতে খাদ্য তালিকা থেকে আজই বাদ দিন এই খাবারগুলো

ডায়াবেটিস রোগীরা ডায়েটে রাখুন এই কয়টি উপকারী ফল, জেনে নিন কী কী

Food Tips: খাওয়ার পরই মুখ শুদ্ধিতে রাখুন এই জিনিস, মিলবে অনেক স্বাস্থ্য উপকারীতা

বয়সের ছাপ থাকবে দূরে, ত্বকের যত্নে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলি